Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলJamai Sosthi | জামাই ষষ্ঠী পালন তো করেন কিন্তু ব্রতের সঠিক নিয়ম...

Jamai Sosthi | জামাই ষষ্ঠী পালন তো করেন কিন্তু ব্রতের সঠিক নিয়ম জানা কাছে কি?

Follow Us :

জৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন হয় জামাই ষষ্ঠী। জামাইয়ের আপ্যায়নের জন্য আয়োজন করা হয় বিশাল নৈশ্যভোজের। সেই কারণেই লোকমুখে এই তিথির নাম হয়ে দাঁড়িয়েছে জামাই ষষ্ঠী। এই তিথিকে আবার বলা হয় অরণ্য ষষ্ঠী। মূলত সন্তানদের মঙ্গল কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। এই বছর ২০২৩ জামাইষষ্ঠী পড়েছে ২৫ শে মে বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১০ জৈষ্ঠ্য, ১৪৩০। বৃহস্পতিবার ভোর ২ টো ২২ মিনিট থেকে। তিথি থাকবে শুক্রবার সন্ধে ৬ টা ৩২ মিনিট পর্যন্ত।(পঞ্জিকা ভেদে সময়ের পার্থক্য রয়েছে)।

আরও পড়ুন: Jamai Sashti | জামাই ষষ্ঠী কী ও কেন পালন করা হয়? জানুন এর ইতিহাস

তবে আপনি জানেন কি এই তিথি পালনেও কিছু নিয়ম থাকে। মায়েরা তাঁদের সন্তানদের মঙ্গলকামনায় এই দিনে তাঁদের সন্তানদের হাতে একটি   মাঙ্গলিক সুতো বেঁধে দেন। মা ষষ্ঠীকে নিবেদন করুন ছটি ফল। তারপর ব্রতকথা শুনে জলে ডুবিয়ে রাখা ঠান্ডা তালপাতার বাতাস করুন। খেয়াল রাখুন, জামাইষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে জামাই যেন একা না আসে। মেয়েকে নিয়ে জোড়ে প্রবেশ করতে হবে। জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর কাঁচের গ্লাসে ডাবের জল দিন। বলা হয় এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। বরণ শেষে জামাইয়ের হাতে দিন একটি নীল অপরাজিতা ফুল। কথিত আছে , মেয়ে জামাইকে সুখী করতে জামাইষষ্ঠীর আগের দিন বাড়ির ঈশান কোণে একটি তুলসী পাতা সহ গঙ্গাজল ভর্তি তামার ঘট রেখে দিতে হয়। পরের দিন মেয়ে জামাই এলে সেই জল তাদের উপর ছিটিয়ে দিন।

RELATED ARTICLES

Most Popular