Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতানিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, সল্টলেক সেন্ট্রাল পার্ক চত্বরে ধুন্ধুমার

নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, সল্টলেক সেন্ট্রাল পার্ক চত্বরে ধুন্ধুমার

Follow Us :

কলকাতা:  SLST (এসএলএসটি) চাকরিপ্রার্থীদের ফের বিক্ষোভ। আর সেই বিক্ষোভ ঘিরেই ধন্ধুমার কাণ্ড। সল্টলেকের সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটে সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্ল্যাকার্ড নিয়ে গেটের কাছে বসতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এরপর বিক্ষোভকারীদের গ্রেফতার করে নিয়ে যায় বিধাননগর পূর্ব থানার পুলিশ। মূলত ৬ দফা দাবিতে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সদস্যরা বিক্ষোভে নামেন এদিন। দাবি না মানা হলে আরও বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। যদিও সূত্রে খবর, সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সরিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল পার্ক থেকে।

আরও পড়ুন: নিজের দলের হাতে মার খেলেন বিজেপির জেলা সভাপতি

আরও পড়ুন: ফিরহাদ হাকিমের হাত ধরেই শহরে শুরু সিএনজি বাসের পথচলা    

এর আগেও তাঁরা স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে মঞ্চ বেঁধে বিক্ষোভে বসেছিলেন সেন্ট্রাল পার্কের গেটের কাছে। সে সময় তাঁদেরকে বিধাননগর পুলিশের পক্ষ থেকে জোর করে তুলে দেওয়া হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে লাঠি চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল মঞ্চ। তারপরে আজ ফের একই জায়গায় বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পরে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এই চাকরিপ্রার্থীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি আচার্য সদনের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখিয়েছিল তাঁরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments