Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাকুয়াশাচ্ছন্ন সকাল, সপ্তাহ শেষে কনকনে ঠান্ডার পূর্বাভাস

কুয়াশাচ্ছন্ন সকাল, সপ্তাহ শেষে কনকনে ঠান্ডার পূর্বাভাস

Follow Us :

কলকাতা: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীত পড়েছে শহরজুড়ে। বইছে উত্তরে হাওয়া। ফলে, রোজ রাতেই নামছে তাপমাত্রার পারদ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

বুধবার কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার থাকবে আকাশ। রাতে কমবে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শক্তিশালী হতে শুরু করেছে উত্তুরে-পশ্চিমী বাতাস। ফলে কলকাতার সঙ্গে জেলার তাপমাত্রাও আরও নামবে।

কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে পরিষ্কার থাকবে আকাশ। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। আগামী তিন থেকে চারদিন একই পরিস্থিতি থাকবে রাজ্যে।

আরও পড়ুন- কলকাতায় পুরভোটের মুখে বাড়ল পজিটিভিটি হার, উদ্বিগ্ন কেন্দ্রের চিঠি মুখ্যসচিবকে

সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। এই ঝঞ্ঝা পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়ার পর আরও ঠান্ডা হাওয়া আসবে রাজ্যে। জাঁকিয়ে শীতে জবুথবু পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যজুড়ে। কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments