Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsMamata Banerjee: দিল্লিতে কথা হবে সোনিয়া-মমতার? নাকি বেড়েছে দূরত্ব

Mamata Banerjee: দিল্লিতে কথা হবে সোনিয়া-মমতার? নাকি বেড়েছে দূরত্ব

Follow Us :

নয়াদিল্লি: প্রথম থেকেই তিনি বিজেপি বিরোধী মুখ ৷ তাঁকে সামনে রেখেই দেশে বিজেপি বিরোধী জোট তৈরির কাজ শুরু হয়েছিল ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্যোগে কংগ্রেস-সহ দেশের একাধিক রাজনৈতিক দল সামিল হয়েছিল বা হওয়ার কাজ শুরু করেছিল ৷ করোনাকালে মমতা বন্দ্যোপাধ্যায়-সোনিয়া গান্ধির মতো নেতারা ভার্চুয়াল বৈঠকও করেন বাকিদের সঙ্গে ৷ এমনকি, স্বয়ং মমতা দিল্লি গিয়ে রাহুল গান্ধি-সোনিয়া গান্ধিদের সঙ্গে কথাও বলেছিলেন ৷ কিন্তু, এত সব কিছুর পরও কোথায় যেন তাল কাটতে শুরু করে ৷

যে কংগ্রেসকে সঙ্গে করে বিজেপি বিরোধী জোট হওয়ার কথা শোনা গিয়েছিল, সেই কংগ্রেসকেই আক্রমণ করতে শুরু করে তৃণমূল ৷ দলের মুখপত্রে ধারাবাহিক ভাবে কংগ্রেস নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা শুরু হয় ৷ দলের মুখপাত্র এমনকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেন কংগ্রেসকে ৷

এর সঙ্গে রয়েছে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টিও ৷ এখানেও সেই কংগ্রেস বিরোধিতাই যেন সামনে আসতে শুরু করে ৷ একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন ৷ আর এ ভাবে কখনও কংগ্রেসকে আক্রমণ কখনও হাত ছেড়ে জোড়াফুলে যোগদান, যেন বিজেপি বিরোধী জোট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দেশের এখনও বেশ কিছু কেন্দ্র আছে, হাজারো পরিবর্তন হলেও সেখানে লড়াইটা কেবলই কংগ্রেস এবং বিজেপির মধ্যে ৷ তৃণমূল নেতৃত্বের ধারাবাহিক কংগ্রেস-আক্রমণ এবং কং ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কোথায় যেন জোট প্রক্রিয়ায় বড় প্রশ্ন তুলে দিচ্ছে ৷

আরও পড়ুন-ত্রিপুরায় পুরভোট পিছতে তৃণমূলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

তৃণমূল নেত্রী এখন দিল্লিতে রয়েছেন ৷ দিন কয়েকের মধ্যেই শুরু হচ্ছে এ বারের শীতকালীন সংসদীয় অধিবেশন ৷ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দিল্লিতে রয়েছেন ৷ রয়েছেন রাহুল-সোনিয়ার মতো কংগ্রেসের হাইকম্যান্ডও ৷ মনে করা হচ্ছিল, এই পরিস্থিতিতে মমতা-সোনিয়া ফের একবার সাক্ষাৎ হতে পারে ৷ কিন্তু, পরিস্থিতি যে দিকে এগিয়ে চলেছে, তাতে এই সাক্ষাৎ অনেকটাই কঠিন ৷

আরও পড়ুন- তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের দুবরাজপুর, জখম ৬

এখন প্রশ্ন, কংগ্রেসকে পুরোপুরি উপেক্ষা করে জোট কি আদৌ সম্ভব? আবার এভাবে কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান, বৃহত্তর প্রেক্ষিতে জোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দেবে না তো?

এ সব প্রশ্নেই উত্তর সময় দেবে ৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments