Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsবিশ্বকাপে ৪টি রেকর্ড গড়লেন বাংলার শামি

বিশ্বকাপে ৪টি রেকর্ড গড়লেন বাংলার শামি

বিশ্বকাপে ভারতীয় হিসাবে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ শামি

Follow Us :

মুম্বই: বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে সুযোগ পাননি মহম্মদ শামি (Mohammad Shami)। কিন্তু পরের তিনটি ম্যাচ খেলে তুলে নিলেন ১৪টি উইকেট। দু’টি ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। আর শ্রীলঙ্কা ম্যাচে মোট ৪টি রেকর্ড করলেন বাংলার ক্রিকেটার মহম্মদ শামি। কী কী রেকর্ড গড়লেন শামি দেখে নেওয়া যাক-

১) বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসাবে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ শামি। শামির উইকেটের সংখ্যা ৪৫। তবে সব দেশের মধ্যে এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। তাঁর উইকেটের সংখ্যা ৭১টি।

২) এক দিনের ক্রিকেটে দ্বিতীয় বার টানা তিনটি ম্যাচে চার উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। এর আগে পাকিস্তানের ওয়াকার ইউনিস এই কীর্তি গড়েছিলেন। শামি এর আগে ২০১৯ বিশ্বকাপে পর পর তিনটি ম্যাচে চার বা তার বেশি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: পেস অ্যাটাকে শ্রীলঙ্কা বধ করে সেমিফাইনালে ভারত

৩) বিশ্বকাপে তিন বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন শামি। তিনি ছুঁয়ে ফেললেন মিচেল স্টার্ককে।

৪) ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন শামি।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular

Recent Comments