Placeholder canvas

Placeholder canvas
Homeদেশমেঘ ভাঙা বৃষ্টি-ধসে কেরলে মৃত্যু বেড়ে ১৯, সাহায্যের আশ্বাস শাহের

মেঘ ভাঙা বৃষ্টি-ধসে কেরলে মৃত্যু বেড়ে ১৯, সাহায্যের আশ্বাস শাহের

Follow Us :

তিরুঅনন্তপুরম: আরব সাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি এবং ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে কেরলে৷ অধিকাংশ মৃত্যুর খবর মিলেছে ইদ্দুকি জেলায়৷ সেখানে ১২ জনের মৃত্যু হয়েছে৷ বাকিদের মৃত্যু হয়েছে কোট্টায়ামে৷ টানা বৃষ্টির জেরে রাজ্যের বহু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ আটকে পড়েছেন সাধারণ মানুষ৷ তাঁদের উদ্ধারে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে৷ কেরলের বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷ আজ রবিবার টুইট করে কেরল সরকারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, দমদমে নামতে পারল না ৪টি বিমান

ভারী বর্ষণে সবথেকে বেশি প্লাবিত হয়েছে কোট্টায়াম এবং ইদ্দুকি জেলা৷ মৌসম ভবনের পূর্বাভাসের পর শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় দক্ষিণী রাজ্যে৷ তার পর শনিবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন৷ পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জোরকদমে উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেন৷ কোট্টায়ামের বহু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় অনেক মানুষ আটকে পড়েন৷ তার উপর জায়গায় জায়গায় ধস নামতে শুরু করে৷ ধসের জেরে অনেকেই নিখোঁজ হয়ে যায়৷ তাঁদের খোঁজ পেতে সেনাকে ডাকা হয়৷

 flood
আকাশ থেকে তোলা কেরলের বন্যার ছবি৷ ছবি-সংগৃহীত

ওই ধসেই চাপা পড়ে রবিবার সকালে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়৷ ধীরে ধীরে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, কেরলের বন্যায় ১৯ জনের মৃত্যু হয়েছে৷ তবে মৃত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি৷ ভারী বৃষ্টির জেরে বাঁধগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে৷ ফলে জল ছাড়তে শুরু করেছে প্রশাসন৷ তাতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করার আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যে মালাপ্পুরম, আলাপ্পুঝা, এরনাকুলাম, ত্রিশূর, ফালাক্কাড, কোট্টায়াম, কুন্নুর এবং কোল্লামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি করে টিম পাঠানো হয়েছে৷

আরও পড়ুন: বিসর্জন চলাকালীন বাঁজা কদমতলা ঘাটে জোড়া দেহ উদ্ধার

কেরলের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷ রবিবার সকালে টুইট করে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ লেখেন, ‘প্রবল বর্ষণের ফলে কেরলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার দিকে আমাদের নজর রয়েছে৷ কেরলবাসীর পাশে কেন্দ্র রয়েছে৷ তাদের কাছে সবরকম সাহায্য পৌঁছে দেবে সরকার৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ইতিমধ্যে পাঠানো হয়েছে৷ সকলের সুরক্ষা কামনা করছি৷’ টুইট করেন সাংসদ রাহুল গান্ধী৷ লেখেন, ‘কেরলবাসীর কথাই চিন্তা করছি৷ সবাই নিরাপদে এবং সাবধানে থাকবেন৷’

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:59
Video thumbnail
আজকে (Aajke) | অমিত শাহের ভোট প্রচার মানে মিথ্যের ফুলঝুরি
10:46
Video thumbnail
Fourth Pillar | মোদিজির পায়ের তলায় ধস নামছে, উন্নয়ন নয়, এবার হিন্দু-মুসলমান খেলায় নেমে পড়েছেন
15:25
Video thumbnail
বাংলা বলছে | চাকরি বাতিল, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও SSC
53:28
Video thumbnail
Politics | পলিটিক্স (24 April, 2024)
15:13
Video thumbnail
Abhishek Banerjee | বিজেপি দলটাকে উঠিয়ে দেব: অভিষেক
10:43
Video thumbnail
নারদ নারদ | তৃণমূলপ্রার্থীর প্রচারে গিয়ে বিরোধী সুকান্তর প্রশংসা! দেবের মন্তব্যে শোরগোল রাজনীতিতে
15:36
Video thumbnail
Stadium Bulletin | Sachin Tendulkar | কালের মন্দিরা 'শচীন'
26:44
Video thumbnail
Sera 10 | ভোটের আগে ভাটপাড়ায় মিষ্টির ড্রামে ৪৭টি তাজা বোমা উদ্ধার
15:20
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56