Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরNadia Accident: দুঘটনাগ্রস্তদের পাশে রয়েছে রাজ্য সরকার, টুইটে সমবেদনা মুখ্যমন্ত্রীর

Nadia Accident: দুঘটনাগ্রস্তদের পাশে রয়েছে রাজ্য সরকার, টুইটে সমবেদনা মুখ্যমন্ত্রীর

Follow Us :

কলকাতা: নদিয়ায় দুর্ঘটনায় (Nadia Accident) ১৮ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে সমবেদনা জানানো ছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় (Nadia Accident) টুইটে সমবেদনা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, নদিয়ার দুর্ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ইশ্বর তাঁদের এই কঠিন সময় সহ্য করার ক্ষমতা দিন। নিহতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। তাঁদের সব রকম ভাবে সাহায্য করা হবে।

এ দিকে দুর্ঘটনায় নিহতদের সমবেদনা জানানোর পাশাপাশি পথ নিরাপত্তার প্রচারের কথা বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লিখেছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি গাড়ি ধাক্কা মারায় ১৮ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় আমি শোকাহত। রাজ্য সরকার আহত ও মৃতদের পরিবারকে সাহায্য করবে বলে আশা রাখছি।

আরও পড়ুন: নদিয়ায় বড়সড় দুর্ঘটনা, ১৮ জনের মৃত্যু

https://twitter.com/jdhankhar1/status/1464814330805850122?s=20

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আরও পড়ুন: কাউন্সিলর পদে টিকিট মিলল না, ২৪ ঘণ্টার মধ্যে দল পাল্টে তৃণমূল থেকে কংগ্রেসে

শনিবার গভীর রাতে নদিয়া জেলার হাঁসখালি থানার ফুলবাড়িতে ম্যাটাডোর ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার পার মদনপুর এলাকা থেকে মৃতদেহ দাহ করতে ২৫ জন নবদ্বীপে যাচ্ছিলেন। পথেই হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় পাথর বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা, অনুমান পুলিশের। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments