Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকNepal Plane Crash: নেপালে পোখরা বিমানবন্দরে যাত্রী সহ বিমান ভেঙে পড়ল

Nepal Plane Crash: নেপালে পোখরা বিমানবন্দরে যাত্রী সহ বিমান ভেঙে পড়ল

Follow Us :

নয়াদিল্লি: নেপালের (Nepal) পোখরা (Pokhara) আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল (Plane Crash) যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান। ওই বিমানে ৭২ জন ছিলেন। এর মধ্যে ৬৮ জন যাত্রী এবং চার জন বিমানকর্মী। ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে রানওয়ের উপর ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার মধ্যে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেটি ভেঙে পড়ে। পোখরা বিমানবন্দরটি (Airport) চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। উদ্ধারকাজের জন্য দমকল ও নিরাপত্তা বাহিনী কাজ শুরু করেছে। 

ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। কাঠামান্ডু (Kathmandu) থেকে সেটি পোখরা যাচ্ছিল। উদ্ধার কাজ চলছে। সেখানে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ঘটনায় একাধিক মৃত্যুর সম্ভাবনা। এখনও যা জানা গিয়েছে তাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও অনেকে। 

উল্লেখ্য, গত বছর মে মাসে পোখরা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি বিমান ভেঙে পড়েছিল। তাতে ২২ জনের মৃত্যু হয়। ২০১৮ সালে কাঠমাণ্ডুতে একটি বিমান ভেঙে পড়েছিল। তাতে ৫১ জনের মৃত্যু হয়েছিল। 

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments