Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাTET CBI: টেট মামলায় সিবিআই দফতরে হাজিরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং...

TET CBI: টেট মামলায় সিবিআই দফতরে হাজিরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিবের

Follow Us :

কলকাতা: হাইকোর্টের নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের মধ্যেই সিবিআই দফতরে সোমবার হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং সচিব রত্না চক্রবর্তী বাগচী। মানিক ভট্টাচার্য তৃণমূল বিধায়কও বটে। এদিন বিধানসভা ভবন থেকেই তিনি সরাসরি চলে যান নিজাম প্যালেসের সিবিআই দফতরে।

এর আগেই এদিন ২০১৪ সালের প্রাথমিক টেট ঘিরে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই নির্দেশ দিয়ে জানান, প্রাথমিকে ২০১৭ সালে দ্বিতীয় নিয়োগ তালিকা সম্পূর্ণ বেআইনি। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং সচিব  রত্না চক্রবর্তী বাগচীকে সোমবারই বিকেল ৫ টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি।

হাজিরা না দিলে সিবিআইকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে আদালত। ওই দুজনের বিরুদ্ধে এফআইআর করেও তদন্ত শুরুর নির্দেশ দেন বিচারপতি। সিবিআই সূত্রের খবর, তদন্তকারী অফিসাররা তাঁদের দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন- Nabanna Advisory: খবরের চ্যানেলগুলিকে সতর্ক করল রাজ্য সরকার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments