Placeholder canvas

Placeholder canvas
Homeদেশআফগান পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ফোনে কথা মোদির

আফগান পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ফোনে কথা মোদির

Follow Us :

নয়াদিল্লি: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের  সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।‌ সোমবার সন্ধ্যে বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। এই আলোচনায় আফগানিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ পায় দুই রাষ্ট্রপ্রধানের গলাতেই।

প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, আফগানিস্তানের স্থিতাবস্থা ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের।  কাবুলে  তালিবান ক্ষমতা দখলের সঙ্গে শুধুমাত্র ভারত কিংবা দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বের কাছে নিরাপত্তা একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্বে ভারতের মতই একাধিক সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে জার্মানিকে।  তাই স্বাভাবিকভাবেই আফগানিস্তানের তালিবানের উত্থান যথেষ্টই চিন্তা বাড়িয়েছে বার্লিনের। তাই স্বাভাবিক ভাবেই আফগানিস্তান পরিস্থিতি মোকাবেলায় আগামী দিনে ভারতকে পাশে চাইছে বার্লিন। এমনটাই মনে করছেন কূটনৈতিক মহল।

আরও পড়ুন: কাবুল বিমান বন্দরের বাইরে আগুন, আতঙ্ক

আরও পড়ুন: মোদির নির্দেশে ২৬ অগস্ট আফগান পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক

এদিন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও করোনা পরিস্থিতি, ভ্যাকসিনেশন, দু’দেশের যৌথ কর্মসূচি এবং বাণিজ্য পরিবেশ ইত্যাদি নানান বিষয় মোদী ও মার্কেল  আলোচনা উঠে আসে।

RELATED ARTICLES

Most Popular