Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsরেশন সামগ্রী নয়, গ্রাহককে টাকা দিচ্ছেন ডিলার, আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিডিও-র

রেশন সামগ্রী নয়, গ্রাহককে টাকা দিচ্ছেন ডিলার, আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিডিও-র

Follow Us :

বারাসত: সরকার বরাদ্দ চাল-গম গ্রাহকদের থেকে কিনে নিচ্ছেন রেশন ডিলার। খোলা বাজার দর থেকে কেজি প্রতি ১-২ টাকা কমে চাল, গম কিনে নিচ্ছেন রেশন ডিলার। এক-দুদিন নয়, দীর্ঘদিন ধরে এই বেআইনি ব্যবসায় চালিয়ে যাচ্ছেন ডিলার, অভিযোগ স্থানীয়দের। ভাঙড়ের কাশিপুর থানার চন্ডিহাট এলাকার ঘটনা। ডিলার প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ছবি-ভিডিও দেখানোর পর বেআইনি ব্যবসার কথা স্বীকার করেন। অভিযোগ শুনে স্থানীয় বিডিও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অভিযোগ, ভাঙড়ের কাশিপুর চন্ডিহাট গ্রামের রেশন ডিলার সরকারি নিয়ম অনুযায়ী খাদ্য সামগ্রী না দিয়ে অন্যায় ভাবে নিজেই খাদ্য সামগ্রী দেওয়ার বদলে গ্রাহকদের হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন। শুক্রবার গোপনে সেই কীর্তির ছবি- ভিডিও তোলা হয়। তারপর ডিলার মোহম্মদ নিজামুদ্দিনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি প্রথমেই টাকা দেওয়ার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করে নেয় নিজামবাবু। নিজের মুখে স্বীকার করেন খাদ্য সামগ্রীর বদলে টাকা দেওয়ার কথা।

আরও পড়ুন- ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে সুন্দরবনের গোসাবা, দুয়ারে রেশন পেয়ে খুশি সাধারণ মানুষ

স্থানীয় বাসিন্দাদের আভিযোগ, দীর্ঘদিন ধরে এই রেশন ডিলার টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী কিনে নিচ্ছেন। প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। যদিও ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায় বিষয়টি জানার পর খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

রেশনে পোকা ধরা চাল-গম দেওয়ারও অভিযোগ করেছেন অনেকে। এদিন ওই রেশন ঘরের একাধিক চালের বস্তা, গমের বস্তায় পোকা দেখা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments