Placeholder canvas

Placeholder canvas
HomeদেশShare Market | সপ্তাহের শেষ দিনে উত্থান শেয়ার বাজারে, জেনে নিন

Share Market | সপ্তাহের শেষ দিনে উত্থান শেয়ার বাজারে, জেনে নিন

Follow Us :

মুম্বই: শুক্রবারও বড় উত্থান শেযার বাজারে। সপ্তাহের শেষ কাজের দিনে মাঝারি উত্থান শেয়ার বাজারে। এদিন সেনসেক্স ছাড়াল ৬১ হাজারের বাধা। নিফটি উঠেছে ১৮ হাজারের উপরে। এদিন সেনসেক্সের উত্থান হয়েছে ৪৬৩.০৬ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬১ হাজার ১১২.৪৪ পয়েন্টে। এদিন নিফটির অগ্রগতি হয়েছে ১৪৯.৯৫ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ০৬৫ পয়েন্ট। নিফটির ৫০টি কোম্পানির মধ্যে ৪১টিতে অগ্রগতি হয়েছে। পিছিয়েছে ৯টি কোম্পানি।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ১৩১০টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৬২৮টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে আদানি এন্টারপ্রাইজ। আদানি পোর্টস, ব্রিটানিয়া, নেসলে ইন্ডিয়া প্রভৃতি কোম্পানি। পাশাপাশি আদানি গ্রুপের বড় ৯টি কোম্পানির সবগুলিই বৃদ্ধির মুখ দেখেছে। পিছু হটেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, জেএসডবলু স্টিল, টাইটান, ওএনজিসি প্রভৃতি কোম্পানির শেয়ার দর। 

আরও পড়ুন: Titagarh Incident | মারা গেলেন গুলিবদ্ধ তৃণমূল কর্মীর, এখনও অধরা অভিযুক্ত

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এদিন HAL-এর শেয়ারে দর বৃদ্ধি হতে পারে। স্টকটি এদিন প্রথম কয়েক ঘণ্টাতে ০.২৪ শতাংশ বেড়েছে। শেষ পাঁচ দিনে স্টকটি ২.১৭ শতাংশ বেড়ে গিয়েছে। বর্তমানে স্টকটির দাম রয়েছে ২,৮২২ টাকা। এছাড়া ভিআইপি ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারও বাড়তে পারে অনেকটা। বেলা ১২টায় স্টকটি ০.১৬ শতাংশ নীচে নামলেও ফের শেয়ার বাজারটির দর আবার বাড়তে পারে।

চলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে আদানিদের বিরুদ্ধে ব্যাপক শেয়ার জালিয়াতি, কারচুপি, ভুয়ো কোম্পানি গড়া, বিরাট অঙ্কের ঋণের অভিযোগ ওঠে। মাত্র এক মাসে আদানিদের মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা। লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে আদানিরা নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও পতন ঠেকানো যাচ্ছে না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments