Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSrinagar Attack: পুলওয়ামার পুনরাবৃত্তি! গোয়েন্দা সতর্কতা সত্ত্বেও জঙ্গি হামলা ঠেকাতে ফের ব্যর্থ...

Srinagar Attack: পুলওয়ামার পুনরাবৃত্তি! গোয়েন্দা সতর্কতা সত্ত্বেও জঙ্গি হামলা ঠেকাতে ফের ব্যর্থ বাহিনী

Follow Us :

শ্রীনগর: কাশ্মীরে সুরক্ষা বাহিনীর উপর হামলা (Srinagar Attack) যে হতে পারে, তা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। এক নয়, একাধিক গোয়েন্দা সংস্থার তরফে সতর্ক থাকতে বলা হয়েছিল। তার পরেও কিন্তু সোমবার শ্রীনগরে জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থ হয় (Srinagar Attack) নিরাপত্তা বাহিনী। এ বারই প্রথম নয়, পুলওয়ামা হামলার আগেও গোয়েন্দারা (Jammu Kashmir) সতর্ক করে দিয়েছিলেন। তখনও কিন্তু জঙ্গি হামলা ঠেকানো যায়নি। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে নিরাপত্তার বজ্র আঁটুনির ফস্কা গেরো সামনে চলে আসছে।

সূত্রের খবর, কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে গত সপ্তাহেই একাধিক গোয়েন্দা সংস্থা সতর্ক করে দিয়েছিল। নিরাপত্তা বাহিনীই যে জঙ্গিদের নিশানায়, তার স্পষ্ট উল্লেখ ছিল। গোয়েন্দা সংস্থার এই সতর্ক বার্তা মেলার পরেই কাশ্মীরের নিরাপত্তায় থাকা বাহিনীকে তা জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও কী করে সুরক্ষা বাহিনী জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থ হয়, তা নিয়ে নানামহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিরাপত্তা বাহিনীর বক্তব্য, হামলা হতে পারে এই আশঙ্কার কথা গোয়েন্দা সংস্থা জানালেও বিশদ কিছু বলা হয়নি। কারা এই হামলা চালাতে পারে, সেই আভাসও ছিল না।  গোয়েন্দা বার্তায় বলা হয়েছিল, আইইডি ঠাসা গাড়ি নিয়ে পরিকল্পিত হামলার ছক কষছে জঙ্গিরা। ২০১৯ পুলওয়ামা হামলার ধাঁচেই আরও একবার নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হবে। সুরক্ষা বাহিনীর ‘ইনফরমার’দেরও সাবধান করা হয়েছিল।

আরও পড়ুন: Srinagar Attack: শ্রীনগরে নিরাপত্তাকর্মীদের বাসে জঙ্গি হামলা, খোঁজ নিলেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

সূত্রের খবর, গত সপ্তাহে গোয়েন্দা বার্তা আসার পরেই সুরক্ষা বাহিনী তা কাটাছেঁড়া করতে বসেছিল। সেই পর্যালোচনায় সামনে আসে লস্কর-এ-তৈবার ৯ প্রশিক্ষিত জঙ্গি দু’টি ভাগে পুঞ্চ হয়ে কাশ্মীরে ঢোকে। আত্মঘাতী হামলা, আইইডি বিস্ফোরণ, গ্রেনেড হামলার সম্ভাবনা খতিয়ে দেখা হয়।

কাশ্মীর পুলিসের প্রধান বিজয় কুমার মঙ্গলবার জানান, সোমবার সন্ধ্যায় সুরক্ষা বাহিনীর বাসে পরিকল্পিত হামলা হয়েছে। বাসটিতে জম্মু-কাশ্মীর আর্মড পুলিসের সদস্যরা ছিলেন। তাঁদের তিন জন নিহত হয়েছেন। আহত ১২ জন। ঘটনার নেপথ্যে থাকা লোকজনকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

এখনও পর্যন্ত যা খবর, সোমবার শ্রীনগরের হামলার নেপথ্যে রয়েছে তিন জঙ্গি। এর মধ্যে দু’জন বিদেশি, অর্থাৎ পাক জঙ্গি। একজন লোকাল। আইজপি বিজয় কুমার জানান, খুব শিগগির ঘটনায় জড়িয়ে থাকা জঙ্গিদের নিকেশ করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | দিল্লিতে মোদি থাকবে না: অলোকেশ দাস
09:46
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | মাটির গর্ত থেকেই পানীয় জল সংগ্রহ গ্রামবাসীদের
02:14
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:41
Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:59
Video thumbnail
আজকে (Aajke) | অমিত শাহের ভোট প্রচার মানে মিথ্যের ফুলঝুরি
10:46
Video thumbnail
Fourth Pillar | মোদিজির পায়ের তলায় ধস নামছে, উন্নয়ন নয়, এবার হিন্দু-মুসলমান খেলায় নেমে পড়েছেন
15:25
Video thumbnail
বাংলা বলছে | চাকরি বাতিল, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও SSC
53:28
Video thumbnail
Politics | পলিটিক্স (24 April, 2024)
15:13
Video thumbnail
Abhishek Banerjee | বিজেপি দলটাকে উঠিয়ে দেব: অভিষেক
10:43
Video thumbnail
নারদ নারদ | তৃণমূলপ্রার্থীর প্রচারে গিয়ে বিরোধী সুকান্তর প্রশংসা! দেবের মন্তব্যে শোরগোল রাজনীতিতে
15:36