Placeholder canvas

Placeholder canvas
HomeদেশShare Market Updates: আরও পতন শেয়ারবাাজারে, সূচক দাঁড়াল ৫৯ হাজারে

Share Market Updates: আরও পতন শেয়ারবাাজারে, সূচক দাঁড়াল ৫৯ হাজারে

Follow Us :

মুম্বই: সোমবার টানা সাতদিন পতন শেয়ারবাজারে (Stock market)। সপ্তাহের প্রথম দিন সোমবারও পড়ল শেয়ারবাজারে (Share Market)। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার থেকে টানা পতনের মুখে বাজার। গত সপ্তাহের পাঁচদিনেই পড়েছে শেয়ার বাজার। সোমবার সেনসেক্সের (Sensex) পতন হয়েছে ১৭৫.৫৮ পয়েন্ট বা ০.৩০ শতাংশ। এদিন বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৮৮.৩৫ পয়েন্টে। এদিন নিফটির (Nifty Fifty) পতন হয়েছে ৭৩.১০ পয়েন্ট বা ০.৪২ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৭ হাজার ৩৯২.৭০ পয়েন্ট। নিফটির ৫০টি কোম্পানির মধ্যে ১৬টিতে অগ্রগতি হয়েছে। পিছিয়েছে ৩৪টি কোম্পানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই (NSE) অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৩৯৮টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ১৬৫৮টি কোম্পানির শেয়ার দর।

সোমবারও আদানি ধস অব্যাহত। আদানি গ্রুপের (Adani Groups) প্রায় সবকটি কোম্পানি এদিন পতনের মুখ দেখেছে। ফোর্বস ধনীদের তালিকায় গৌতম আদানির (Goutam Adani) অবস্থান এখন ৩৮ নম্বরে। পাঁচ সপ্তাহ আগে ছিল ৩ নম্বরে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এম্টারপ্রাইজ পড়েছে বিপুল ৯.২৮ শতাংশ। তবে আদানি পোর্টের শেয়ার মূল্য সামান্য ০.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি পাওয়ারের পতন ৪.৯৮ শতাংশ। আদানি উইলমার ৪.৯৯ শতাংশ পড়েছে, মিডিয়া কোম্পানি এনডিটিভির পতন ৪.৯৮ শতাংশ। ৪.৯৯ শতাংশ পড়েছে আদানি গ্রিন ও আদানি টোটাল গ্যাস। ৫ শতাংশ পতন আদানি ট্র্যান্সমিশনে। এসিসি সিমেন্ট পড়েছে ২.০৩ শতাংশ, অম্বুজা সিমেন্ট পড়েছে ৪.৪৫ শতাংশ। আদানিদের শেযার সম্পদ পতন বিশ্বের কর্পোরেট ইতিহাসে অভূতপূর্ব।

আরও পড়ুন:Asansol: মেয়র নির্বাচনের এক বছর পর আসানসোলে বোরো চেয়ারম্যান পদে ভোট

চলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে আদানিদের বিরুদ্ধে ব্যাপক শেয়ার জালিয়াতি, কারচুপি, ভুয়ো কোম্পানি গড়া, বিরাট অঙ্কের ঋণের অভিযোগ ওঠে। মাত্র এক মাসে আদানিদের মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা। লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে আদানিরা নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও পতন ঠেকানো যাচ্ছে না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments