Placeholder canvas

Placeholder canvas
HomeদেশElection Results 2023: ত্রিপুরা, নাগাল্যান্ডে সরকার গঠনের পথে বিজেপি, মেঘালয় ত্রিশঙ্কু

Election Results 2023: ত্রিপুরা, নাগাল্যান্ডে সরকার গঠনের পথে বিজেপি, মেঘালয় ত্রিশঙ্কু

Follow Us :

নয়াদিল্লি: ত্রিপুরা (Tripura) ও নাগাল্যান্ডে (Nagaland) ফের সরকার গঠনের পথে বিজেপি (BJP)। মেঘালয়ে (Meghalaya) ত্রিশঙ্কু বিধানসভা (Hung Assembly)। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ত্রিপুরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি। এবার কংগ্রেস-সিপিএম (Congress-CPM) আসন সমঝোতা হলেও এই জোট তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে, রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ দেববর্মার তিপ্রা (TIPRA) মথা পার্টি প্রথমবার ভোটে নেমেই দারুণ প্রভাব ফেলেছে। অন্যদিকে, মেঘালয়ে এবার ভোটের ময়দানে নেমেই তৃণমূল কংগ্রেস (TMC) খাতা খুলল। বিজেপি এই রাজ্যে ব্যর্থ হলেও তাদের পূর্ব শরিক বন্ধুদল একক সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে। এছাড়াও টুকরোটাকরা অন্য দলগুলিকে একজোট করে আগেরবারে মতোই ক্ষমতাসীন হতে পারে বিজেপি। ৬০ সদস্য বিশিষ্ট নাগাল্যান্ডে ১২ আসনে জয় পেয়েছে বিজেপি। তাদের জোটসঙ্গী এনডিপিপি (NDPP) একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে। সেই হিসেবে এই রাজ্যে সরকার ঘোষণা কেবলমাত্র সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: Mamata Banerjee: সাগরদিঘিতে অনৈতিক জোট, হারের পর প্রতিক্রিয়া মমতার

ত্রিপুরায় জিতলেও দুটি আসনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা চারিলাম কেন্দ্রে তিপ্রা মথার সুবোধ দেববর্মার কাছে ৮৫৮ ভোটে পরাজিত হয়েছেন। দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বনমালিপুর কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। উল্লেখ্য এই কেন্দ্রে আগে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মেঘালয়েও রাজ্য বিজেপির সভাপতি আর্নেস্ট মাউইরি পশ্চিম শিলং কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। তিনি ওই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন। ইউডিপি প্রার্থী এনপিপিকে হারিয়ে ওই কেন্দ্র থেকে জিতেছেন।

মেঘালয়ে এই প্রথম ৬০টি আসনেই প্রার্থী দিয়েছিল বিজেপি। কিন্তু, এক প্রার্থীর মৃত্যুতে ৫৯টি কেন্দ্রে ভোট হয়েছে। শাসক এনপিপি-র গাঁটছড়া ছিঁড়ে যাওয়ার পরই একা ভোটে নামে তারা। যদিও এনপিপি নেতা তথা মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, যদি ত্রিশঙ্কু বিধানসভা হয় তাহলে তাঁরা আবার কাছাকাছি আসতে পারেন। গত মঙ্গলবার রাতে তিনি গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে একান্তে বৈঠকও করেন। 

এদিকে, যে কয়েকটি রাজ্যে বিধানসভা উপনির্বাচনগুলি হয়েছে, সেখানে বিজেপি ও কংগ্রেস মোটামুটি ভালো ফল করেছে। অরুণাচল প্রদেশের একটি আসনে বিজেপি জিতেছে। ঝাড়খণ্ডে বিকেল ৫টা পর্যন্ত এগিয়ে রয়েছে আজসু পার্টি। মহারাষ্ট্রে একটিতে জিতেছে কংগ্রেস, অন্যটিতে এগিয়ে রয়েছে বিজেপি। তামিলনাড়ুর একটি আসনে কংগ্রেস প্রার্থী জিতে গিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular