Placeholder canvas

Placeholder canvas
HomeদেশUdaipur Murder: আদালত চত্বরে পুলিসের হাত থেকে উদয়পুরের খুনিদের শাস্তি দিতে চাইল...

Udaipur Murder: আদালত চত্বরে পুলিসের হাত থেকে উদয়পুরের খুনিদের শাস্তি দিতে চাইল জনতা, চলল মারধর

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: উদয়পুরের ভয়াবহ ঘটনার রেশ কাটেনি। এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট। জারি রয়েছে কার্ফু। নৃশংসতায় ফুঁসছে জনতা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হল শনিবার আদালত চত্বরে।

এদিন জয়পুরের বিশেষ এনআইএ আদালতে তোলা হয়েছিল উদয়পুরে মুণ্ডচ্ছেদের ঘটনায় জড়িত চার অভিযুক্তকে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। কিন্তু আদালত থেকে অভিযুক্তদের বের করে নিয়ে আসার সময় বাধে বিপত্তি। প্রিজন ভ্যানে তোলার সময় কয়েকশো মানুষের ভিড় জমে গেট চত্বরে।

ভিড় সামলে অভিযুক্তদের নিয়ে আসার সময় উত্তেজিত হয়ে পড়েন প্রিজন ভ্যান ঘিরে থাকা জনতা। অভিযুক্তদের দেখামাত্রই শুরু হয় কিল, চড়। পুলিসি নিরাপত্তার পরোয়া না করেই অভিযুক্তদের উপর ঝাঁপিয়ে পড়েন তাঁরা। স্লোগান ওঠে মারো…মারো। চলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি। কোনও মতে জনতার হাত থেকে বাঁচিয়ে দুই অভিযুক্তকে তোলা হয় প্রিজন ভ্যানে।

আরও পড়ুন- Mohammed Zubair: জামিন মামলায় দিনভর নাটক, ১৪ দিনের জেল হেফাজত সাংবাদিক জুবেরের

মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুরের ধানমণ্ডিতে খুন হন স্থানীয় দর্জি কানহাইয়ালাল তেলি। অভিযুক্ত রিয়াজ এবং গউস ওই হত্যাকাণ্ডের একটি ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেখানে তাদের দুজনকে ধারালো অস্ত্র হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নানা হুমকিও দিতে দেখা গিয়েছে। মুহূর্তে সেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। উত্তেজনা ছড়ায় উদয়পুরের বিভিন্ন এলাকায়। শনিবার এই দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে আগামী ১২ জুলাই পর্যন্ত দুই অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

 

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments