Placeholder canvas

Placeholder canvas
HomeদেশUnion Budget 2023: বাজেটে বাংলা কী পেল?

Union Budget 2023: বাজেটে বাংলা কী পেল?

Follow Us :

নয়াদিল্লি: আজ অর্থাৎ ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ (Union Budget 2023) করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman)। আর সেই বাজেটে বেতনভোগীদের আয়কর (Income Tax) ছাড় নিয়ে নয়া ঘোষণা করেছে কেন্দ্র। নয়া আয়কর কাঠামোয় বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর মকুব করার ঘোষণা করা হয়েছে। এখন থেকে বেতনভোগীরা নয়া কর কাঠামো মেনেই আয়কর জমা দিতে পারবেন। তবে কেউ চাইলে পুরনো কর কাঠামো অনুযায়ীও আয়কর জমা দিতে পারেন বলে কেন্দ্রের ঘোষণা। আর তা নিয়েই ধন্দে পড়েছেন মধ্যবিত্ত। এই ধন্দ কয়েকদিন চলতে তো থাকবেই, কিন্তু এই বাজেট থেকে বাংলা কী পেল? এই জিজ্ঞাসা সবার। তাই দেখে নেওয়া যাক বাংলা কী কী পেল –

এদিন কেন্দ্রীয় বাজেটে ‘মিষ্টি’ প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। এই ঘোষণা আদতে বাংলারই জন্য বলে মনে করছেন অনেকে। কারণ মিষ্টি (MISHTI) অর্থাৎ ‘ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিট্যাটস অ্যান্ড ট্যানজিবল ইনকামস’ (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes) প্রকল্পে যে ম্যানগ্রোভ চাষের কথা বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় সেই ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এই বাংলার বুকেই, সুন্দরবনে।

আরও পড়ুন: Mamata Banerjee: সোনাঝুরির হাটে দোকানে চা বানিয়ে সকলকে খাওয়ালেন মমতা 

পাশাপাশি, চলতি বছরের বাজেটে এবার জোকা-মাঝেরহাট মেট্রোর বরাদ্দ বাড়ল। বাদ গেল না নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পও। ইস্ট-ওয়েস্ট মেট্রোর বরাদ্দ অবশ্য অপরিবর্তিতই থাকল। শুধু ইস্ট-ওয়েস্ট নয়, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্তও মেট্রোর কাজ চলছে। সেই কাজে এবার গতি আনতে চাইছে কেন্দ্র। সঙ্গে জোকা-মাঝেরহাট মেট্রোতেও। আগে নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর প্রকল্পে বারদ্দ ছিল ১৮৩৮ কোটি টাকা, তা বাড়িয়ে করা হলো ২৪৫০ কোটি টাকা। এয়ারপোর্ট-নিউ গড়িয়া প্রকল্পে আগে বরাদ্দ ছিল ৯৩৪ কোটি টাকা, এখন তা করা হল ১২০০ কোটি টাকা।

 

 

RELATED ARTICLES

Most Popular