Placeholder canvas

Placeholder canvas
HomeManipur | CBI | মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ঘটনায় সিবিআই...
Array

Manipur | CBI | মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Follow Us :

নয়াদিল্লি: মণিপুরের (Manipur) দুই কুকি মহিলাকে গণধর্ষণ ও বিবস্ত্র করে ঘোরানো ঘটনায় বৃহস্পতিবার সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)। বৃহস্পতিবার রাতে সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে।  এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সুপ্রিম কোর্টও বলেছে, এই ঘটনা সংবিধানিক ব্যর্থতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেছেন, এই ঘটানার সঙ্গে জড়িতরা কোনও ভাবেই ছাড় পাবে না। বিরোধী ডোট ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদল আগামী ২৯ জুলাই শনিবার মণিপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে।

প্রায় তিনমাস ধরে জাতিদাঙ্গায় জ্বলছে মণিপুর। এর মধ্যে গত ৪ মে ইম্ফলে কাংপোকপি জেলায় দুই কুকি মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ উঠেছে। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি।  সোশ্যাল মিডিয়ায় সেই নৃশংস ঘটনার ভিডিও বাইরাল হয়েছে।  অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। কিছু দিন আগে ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। মণিপুরের ঘটনার নিন্দায় সরব হয় নানা মহল। মণিপুর নিয়ে সংসদে বাদল অধিবেশনও উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবার এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া অন্য কোনও রাজ্যের আদালতে করা হবে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন: Mamata Banerjee | Assembly | কোনও ভোট লুট হয় নি, বিধানসভা দাবি মমতার 

সূত্রের খবর, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া প্রতিবেশী রাজ্য অসমের আদালতে এই মামলার তদন্ত প্রক্রিয়া চালাতে চায় কেন্দ্রীয় সরকার। এর জন্য এভিডেভিট করে পড়শি রাজ্যে আবেদন জানানো হবে বলেও সূত্রের খবর। অন্যদিকে, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেই মোবাইলটি ইতিমধ্যে মণিপুর পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং যে ভিডিয়োটি করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।  মণিপুরের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রক। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments