Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাUpper Primary: কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে নিয়োগ প্রক্রিয়া আটকে, চাকরিপ্রার্থীদের আবেদন

Upper Primary: কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে নিয়োগ প্রক্রিয়া আটকে, চাকরিপ্রার্থীদের আবেদন

Follow Us :

উচ্চ প্রাথমিকে (upper primary) কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগের অতিরিক্ত পদে নিয়োগে বিষয়টি ঝুলে থাকার পরে অবশেষে সুপার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ১০ নভেম্বর সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু হয়। 

মেধাতালিকায় নাম ওঠার পরে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা নিয়োগ না পাওয়ায় ২০১৯ সাল থেকে আন্দোলন করে আসছেন। মুখ্যমন্ত্রী (chief minister) মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন শিক্ষামন্ত্রী (education minister) চাকরির আশ্বাস দেওয়া সত্ত্বেও বিষয়টি বছরের পর বছর ধরে ঝুলেছিল। এরপর নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও গত ১৯ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের (kolkata highcourt) বিচারপতি বিশ্বজিৎ বসু কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছে।

হাইকোর্টে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এই অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছে। এর জেরে সুপারিশপত্র দেওয়া হলেও নিয়োগপত্র দেওয়ার কাজ আটকে রয়েছে। এই মামলার পরবর্তী শুনানির (hearing) দিন ধার্য হয়েছে আগামী ৩০ নভেম্বর। প্রসঙ্গত, কর্মশিক্ষা বিভাগে ৫৮৫জন প্রার্থীর মধ্যে ৫১৪জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছে। আর শারীরশিক্ষা বিভাগে ৮২৪ জনকে প্রার্থীর মধ্যে ৭৬৬জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: US LGBTQ Club Attack: সমকামীদের ক্লাবে গুলি চালনার ঘটনায় অভিযুক্ত বন্দুকবাজের বিরুদ্ধে খুনের মামলা!

চাকরিপ্রার্থীরা নিয়োগ ঝুলে থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগের কর্মপ্রার্থীরা দাবি জানিয়েছে, নিয়োগ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কারণ চাকরির জন্যে তাঁরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments