Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকElon Mask | Twiiter | New Rules | ফের বিতর্কে টুইটার, নতুন...

Elon Mask | Twiiter | New Rules | ফের বিতর্কে টুইটার, নতুন নিয়ম নিয়ে হাজির মাস্ক

Follow Us :

নিউ ইয়র্ক: বিশ্বের সবচেয়ে ধনীতম ব্যক্তি ইলেন মাস্ক (Elon Mask)। টুইটারের (Twitter) মালিকানা তাঁর হাতে আসার পর থেকেই ‘লক্ষ্মীলাভের’ জন্য একের পর এক আপডেট এনেছেন। এমনকী ব্লু টিক ব্যবহার করার জন্য মাসিক ৮ দলের করা চার্জ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। যদিও সেই নিয়ম মাননি অনেকেই। যার জেরে বেশ কিছু তারকা প্রোফাইল থেকে নীল চিহ্ন সরিয়ে দিয়েছেন মাস্ক। সেই নিয়ম নিয়ে কাটাছেঁড়ার মাঝে এ বার নতুন আর এক নিয়ম আনলেন তিনি। শনিবার নিজের প্রোফাইল থেকে টুইট করে জানালেন এবার থেকে টুইটারে খবর পড়ার জন অর্থ প্রদান করতে হবে পাঠকদের।

আরও পড়ুন: Abar Bibaho Obhijan | New Song | Shob e Maya | সবই মায়া

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে এক টুইটে মাস্ক লিখেছেন, ‘আগামী মাস থেকেই সংবাদ প্রকাশকদের অর্থা‍ৎ মিডিয়া হাউসগুলিকে প্রতিবেদন ও লেখা পড়ার জন্য ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের অনুমতি দেওয়া হবে। যদি কোনও ব্যবহারকারী কোনও মিডিয়া হাউস কিংবা সংবাদমাধ্যমের মাসিক গ্রাহক না হন, তাহলে প্রতি লেখা পড়ার জন্য তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হবে। সেক্ষেত্রে ব্যবহারকারীরা মাসিক চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খসাতে হবে।’

এর পিছনে যুক্তি দিয়ে ধনকুবের বলেছে, ব্যবহারকারীরা খবর পড়ার জন্য সংশ্লিষ্ট মিডিয়া হাউসকে যে অর্থ প্রদান করবেন সেই অর্থ ভালো খবর বা প্রতিবেদন তৈরির পিছনে ব্যবহার করবেন প্রকাশকরা। তাতে পাঠকই উপকৃত হবেন এবং তথ্য নির্ভর ও প্রমাণ সমৃদ্ধ লেখার সুযোগ পাবেন। মাস্কের নয়া খামখেয়ালিপনা নিয়ে অবশ্য বিস্বের নামী সংবাদমাধ্যমগুলি এখনও নিজেদের প্রতিক্রিয়া জানায়নি। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments