Placeholder canvas

Placeholder canvas
HomeদেশUP Corporation Results | অ্যাসিড টেস্টে বৈতরণী পার, যোগীরাজ্যে পুরভোটে গেরুয়া ঝড়...

UP Corporation Results | অ্যাসিড টেস্টে বৈতরণী পার, যোগীরাজ্যে পুরভোটে গেরুয়া ঝড় অব্যাহত

Follow Us :

উত্তরপ্রদেশ: শনিবার দেশের চোখ কর্নাটকের রায়ের দিকে। কার্যত ধরাশায়ী হয়েছে বিজেপি। আনুষ্ঠানিকভাবে না হলেও কুর্সি হারানো আর কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু উত্তরপ্রদেশে তার উল্টো ছবি দেখা গেল। যোগীরাজ্যের পুরভোটে জমি ধরে রাখল বিজেপি। ৭৫টি জেলার ১৭টি পুরনিগম-লখনউ, বারাণসী, সহারনপুর, আগরা, মোরাদাবাদ, ফিরোজাবাদ, মথুরা, ঝাঁসি, প্রয়াগরাজ, কানপুর, মিরাট, গাজিয়াবাদ, বরেলী, শাহজহানপুর, আলিগড় এবং অযোধ্যায় দু’দফায় ভোট হয়েছে। ১৯৯টি নগরপালিকা এবং ৫৪৪টি নগর পঞ্চায়েতেও ভোটগ্রহণ চলেছে। জানা যাচ্ছে, ১৫টি পুরনিগমে এগিয়ে রয়েছে বিজেপি। একটি পুরনিগমে এগিয়ে বহুজন সমাজবাদী পার্টি।

অন্যদিকে, প্রথম জয়ের খবর এসেছে ঝাঁসি থেকে। সেখানে গেরুয়া শিবিরের মেয়র পদের প্রার্থী বিহারী লাল আর্য ৮৩ হাজার ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, বিজেপির শক্ত ঘাঁটি বারাণসী, অযোধ্যা এবং লখনউ-তে অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি। মেয়র পদের ভোটে বারাণসীতে ১৬ হাজারেরও বেশি ভোটে, লখনউ-তে ৪১ হাজার ভোটে এগিয়ে গেরুয়া শিবির। অযোধ্যায় বিজেপির মেয়র পদের প্রার্থী মহন্ত গিরিশ পাতি জয়ী হয়েছেন। অন্যদিকে, লখনউতে ১১০টি আসনের মধ্যে ৭০টি-তেই এগিয়ে বিজেপি। অযোধ্যায় ৬০টি-র মধ্যে ৩৪টি-তেই এগিয়ে গেরুয়া শিবির।

আরও পড়ুন: Karnataka Assembly Election Result | কর্নাটকে মোদি ম্যাজিক কাজে লাগল না

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে যোগীরাজ্যে এই পুরভোট ছিল অ্যাসিড টেস্ট। গত বছরে বিধানসভা ভোটে সাফল্যের পর পুরভোটেও স্বস্তিতে বিজেপি শিবির। অনেকেই হয়তো বলবেন, পুরভোটের সঙ্গে বিধানসভা ভোটের তুলনা চলে না। কিন্তু এই ভোটে গোটা দেশের এক তৃতীয়াংশেরও বেশি নাগরিক ভোটদানে অংশগ্রহণ করেছেন। দেশের সর্ববৃহৎ এই রাজ্যের এক তৃতীয়াংশ ভোট মোটেই কম নয়। কথায় আছে ‘উত্তরপ্রদেশ যার, দিল্লি তার’। সেই দিক থেকে কর্নাটক ‘হাত ফসকে’ চলে গেলেও মোটের উপর উত্তরপ্রদেশে সান্ত্বনা পুরস্কার পেল গেরুয়া শিবির।

RELATED ARTICLES

Most Popular