Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাAsia Cup: এশিয়া কাপ ভেন্যু প্রসঙ্গে মিয়াঁদাদকে বাউন্সার প্রসাদের

Asia Cup: এশিয়া কাপ ভেন্যু প্রসঙ্গে মিয়াঁদাদকে বাউন্সার প্রসাদের

Follow Us :

দুবাই: এশিয়া কাপ (Asia Cup) কোথায় আয়োজিত হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে টিম ইন্ডিয়া (Team India) পাকিস্তানে যাবে না। এই নিয়ে ভারতকে আক্রমণ করে মন্তব্য করেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)। পাকিস্তানি কিংবদন্তি এই ক্রিকেটারকে পালটা দিলেন প্রাক্তন ভারতীয় বোলার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। ১৯৯৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যেমন আমির সোহেলকে জবাব দিয়েছিলেন প্রসাদ, এবারও অর্থাৎ, ২০২৩ সালেও এর অন্যথা হল না। বলা যেতে পারে প্রসাদ রয়েছেন প্রসাদেই। 

ইউটিউবে প্রকাশিত এক ভিডিয়োতে প্রাক্তন পাক ব্যাটার বলেন,’ আমি তো আগেই বলেছিলাম, না আসলে (ভারত) জাহান্নামে যাক, আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের ক্রিকেট পাচ্ছি। এটা নিয়ন্ত্রণ করা আইসিসি-র (ICC) কাজ, তারা যদি এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে গভর্নিং বডির কোনও কাজই নেই।‘

আরও পড়ুন: Aaron Finch: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ অ্যারন ফিঞ্চের

মিয়াঁদাদ আরও বলেন, প্রত্যেক দেশের জন্য আইসিসি-র একটাই নিয়ম হওয়া উচিত। যদি কোনও দল খেলতে আসতে না চায়, যতই শক্তিশালী হোক, তাদের ছাঁটাই করা উচিত। এখানেই থামেননি তিনি। তাঁর মতে, ভারত (India) পাকিস্তানে খেলতে যেতে চায় না ভয়ে। যদি হারে তবে ভারতের জনতা যে আচরণ হবে সেই ভয়েই খেলতে যেতে চায় না। মিয়াঁদাদ বলেন, আমাদের সময়েও ওরা খেলতে চাইত না কারণ যদি হারে তো বিপদ হয়ে যায়। ওখানকার ক্রাউড ভয়ঙ্কর। যখনই ভারত হারবে সে যার বিরুদ্ধেই হোক, ওখানকার লোক ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। 

মিয়াঁদাদকে লক্ষ্য করে ভেঙ্কটেশ প্রসাদ সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লেখেন-‘কিন্তু তাঁরা নরকে যেতে চান না।‘ অল্প কথায় তিনি যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments