Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsফের বঙ্গে নিম্নচাপ ফের বঙ্গে নিম্নচাপ কাঁটা

ফের বঙ্গে নিম্নচাপ ফের বঙ্গে নিম্নচাপ কাঁটা

Follow Us :

আজ কালীপুজো-দীপাবলির উৎসব বাংলা জুড়ে। সেই সঙ্গে রাজ্য জুড়ে রয়েছে ঠান্ডার আমেজ। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। তবে সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহেই বদলে যেতে পারে আবহাওয়া। ভাইফোঁটার সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে৷ নেপথ্যে ভিলেন সেই বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপ। তবে শেষমেশ নিম্নচাপ কোন দিকে যাবে, যদিও তা এখনও স্পষ্ট নয়। তবে হ্যাঁ দুর্গা পুজোর পুজোর মতোই কালীপুজোতেও জমিয়ে আউটিং এবং পুজোর ঘোড়া ফেরাতে বাঁধ সাধবে না বৃষ্টি।

মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবার নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ১৪ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পরবর্তী দু’দিনে গভীর নিম্নচাপে পরিণত হবে। বঙ্গোপসাগরে। ১৬ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হলে তা উত্তর-পশ্চিম বরাবর এগিয়ে যাবে। যার জেরে আগামী ১৫ ও ১৬ তারিখ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বাজি ফাটানোর এবং পরিবহনে বিশেষ কিছু নিয়ম

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ অর্থাৎ কালীপুজো-দীপাবলির দিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular