Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsআজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৪টে থেকে অনলাইনে জানা যাবে

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ৪টে থেকে অনলাইনে জানা যাবে

Follow Us :

কলকাতা: আজ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ  জানিয়ে, দুপুর ৩ টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ। এরা কেউ অ্যাডমিট কার্ড পায়নি। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে ফল দেখা যাবে।

আরও পড়ুনঃ-নাম্বার ওয়ান পর্নস্টার এর বিবাহ বিচ্ছেদ

পরীক্ষা বাতিল হওয়ার কারণে এবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। ফলপ্রকাশের পরদিন, অর্থাৎ, আগামী ২৩ জুলাই সকাল ১১টা থেকে স্কুলগুলিকে মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে।

আরও পড়ুনঃ- প্রথা ভেঙ্গে মক্কায় প্রথম মহিলা নিরাপত্তারক্ষী

করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষাও হয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণের ব্যবস্থা করা হয়েছে। মূলত, মার্কশিট তৈরির ক্ষেত্রে  ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে ৪০% ওয়েটেজ। পাশাপাশি, ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা থেকে নেওয়া হবে ৬০% নম্বরের ওয়েটেজ।সেই সঙ্গে যুক্ত হবে দ্বাদশের ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল বা ২০ নম্বরের প্রজেক্ট।

নীচের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে:
https://wbresult.nic.in
www.exametc.com
www.result.shiksha
www.westbengal.shiksha
www.indiaresults.com
www.jagranjosh.com
www.technoindiagroup.com

এছাড়া এসএমএসে রেজাল্ট জানতে রোল নম্বর এবং ফোন নম্বর www.exametc.com -এ গিয়ে রেজিস্টার করতে হবে৷ মোবাইল অ্যাপ ডাউন করেও www.results.shiksha থেকে পরীক্ষার ফল জানতে পারবে পড়ুয়ারা৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments