Placeholder canvas

Placeholder canvas
HomeদেশShraddha Walker-Aftab Poonawalla case: আফতাবকে হিমাচল, উত্তরাখণ্ডে নিয়ে যাবে পুলিশ, নারকো পরীক্ষা...

Shraddha Walker-Aftab Poonawalla case: আফতাবকে হিমাচল, উত্তরাখণ্ডে নিয়ে যাবে পুলিশ, নারকো পরীক্ষা কবে জানেন?

Follow Us :

নয়াদিল্লি: সঙ্গিনী শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walker) খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে (Aaftab Amin Poonawala) হিমাচল প্রদেশে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। দিল্লির সাকেট (Saket) আদালত বৃহস্পতিবারই আফতাবের পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে। এছাড়াও সাইকো-কিলারের নারকো পরীক্ষার যে আবেদন করেছিল পুলিশ, তাও মঞ্জুর করেছে আদালত।

আফতাবকে আদালতে হাজির করার সময় আদালতের আইনজীবীসহ বহু সাধারণ মানুষ তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা আফতাবের ফাঁসির দাবিতে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ভিডিয়ো হাজিরার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। 

আরও পড়ুন: Assembly Sesion: আজ থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন

পুলিশ আদালতে ১০ দিনের হেফাজতের আর্জি জানায়। এমনকী তদন্তের স্বার্থে আফতাবকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে নিয়ে যাওয়ার আবেদন জানায়। লিভইনের সময় আফতাব ও শ্রদ্ধার মধ্যে রোজ ঝগড়া হওয়ার কারণে সম্পর্ক  রক্ষা করতে তারা এই দুই রাজ্যে বেড়াতে গিয়েছিল।

প্রসঙ্গত, নারকো পরীক্ষা করানো হয় অভিযুক্তের কাছ থেকে ঘটনার সত্য বয়ান আদায়ের জন্য। প্রসঙ্গত, বিশেষ ধরনের রাসায়নিক (chemical) প্রয়োগ করে অভিযুক্তের স্বাভাবিক চেতনা হ্রাস করে তার কাছ থেকে সত্য বয়ান আদায় করা হয়। তবে কবে আফতাবের নারকো অ্যানালিসিস টেস্ট (narco test) করা হবে তা নির্দিষ্টভাবে এখনও জানানো হয়নি।

RELATED ARTICLES

Most Popular