Placeholder canvas

Placeholder canvas
Homeখেলারশিদ-মুজিব জাদুতে মাত্র ৬০ রানেই শেষ স্কটল্যান্ড

রশিদ-মুজিব জাদুতে মাত্র ৬০ রানেই শেষ স্কটল্যান্ড

Follow Us :

শারজা: অভিষেকেই চমক দেখিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মূূলপর্বে পৌঁছেছিল স্কটল্যান্ড| কিন্তু সুপার টুয়েলভের শুরুতেই আফগান ঝড়ে উড়ে গেল তারা| শারজায় শুরু থেকেই রশিদের স্পিন জাদুর ঝলক| সঙ্গে আফগানদের দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স| প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে ১৩০ রানে হারাল আফগানিস্তান|

টি টোয়েন্টির মঞ্চে বরাবরই জায়ান্ট কিলারের তকমা আফগানিস্তানের গায়ে| এবারও যে তারা অঘটন ঘটাতে পারে না এমনটা বলা যায়না| অন্তত শারজার মাঠে যেভাবে রশিদের ভয়ঙ্কর স্পিন দেখা গেল, তা দেখে অনেকেরই চিন্তা বাড়তেই পারে|

টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক| সকলের নজরে ছিল এদিন স্কটল্যান্ডের ক্রিস গ্রিভসের দিকে| গ্রুপপর্বের ম্যাচে নজর কেড়েছিলেন তিনি| কিন্তু এদিন চূড়ান্ত ব্যর্থ| আফগানিস্তান ক্রিকেটারদের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা| ৩৪ বলে ৫৯ রানের ইনিংস জারদানের| এছাড়াও গুবরাজ করেন ৪৬ রান এবং জাআই করেন ৪৪ রান| স্কটল্যান্ডের সামনে রানের পাহাড় তৈরি করে আফগানিস্তান|

স্কটল্যান্ডের লক্ষ্য ছিল এদিন ১৯১ রান| কিন্তু রসিদ খান এবং মুজিব উর রহমানের দাপুটে বোলিংয়েই দিশাহারা হয়ে যায় স্কটিশ ব্যাটিং লাইনআপ| মাত্র ৯ রান দিয়ে একাই তুলে নেন ৪ উইকেট| যদিও স্কটিশ ব্যাটিংলাইনআপকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছিলেন মুজিব উর রহমান| টপ থেকে মিডল অর্ডারকে সাজঘরের রাস্তা দেখান তিনিই| ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হল মুজিবই|

মাত্র ৬০ রানেই শেষ হয়ে যায় স্কটল্যান্ড|

RELATED ARTICLES

Most Popular