Placeholder canvas

Placeholder canvas
HomeদেশDiwali: দীপাবলিতে অযোধ্যা সফরে মোদি, নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর

Diwali: দীপাবলিতে অযোধ্যা সফরে মোদি, নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর

Follow Us :

দীপাবলি উপলক্ষে রবিবার অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, রবিবার রামলালা বিরাজমানে  পুজো দেবেন তিনি৷ এরপর যোগ দেবেন দীপোৎসবে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যা সফরে এসে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সরযূ নদীর তীরে সন্ধ্যারতির অনুষ্ঠানে যোগ দেবেন৷ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন অযোধ্যা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে৷ অযোধ্যা শহর চতুর্দিক দিয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এলাকায় এলাকায় দখল দিচ্ছে নিরাপত্তা রক্ষীরা।

প্রধানমন্ত্রী মোদি দীপাবলির দিনে হিন্দু ধর্মীয় রীতি মেনে পাঁচটি মাটির প্রদীপ জ্বালাবেন। এদিকে দীপাবলি উপলক্ষে অযোধ্যা সেজে উঠবে আলোর মালায়। জানা গিয়েছে, মোট ১৫ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে। 

এই বছরই এই প্রথম মোদি অযোধ্যায় দীপোৎসবে যোগ দেবেন। এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরে অযোধ্যায় দীপোৎসবের সূচনা হয়। গত ৬ বছর ধরে পালিত হচ্ছে এই অনুষ্ঠান।

আরও পড়ুন: Karnataka minister Slapped: কীর্তি! কর্ণাটকে মহিলাকে চড় বিজেপি মন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দির নির্মাণের কাজও পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে। অন্যদিকে, অবধ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীরা এবছর দীপাবলিতে পুরনো সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে মোট ১৬ লক্ষ মাটির প্রদীপ জ্বালানোর তোড়জোড় করছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments