Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBasirhat: নেপাল-মায়ানমার ঘুরে পাচারের মুখে উদ্ধার ১৪০ বিরল প্রজাতির তোতা

Basirhat: নেপাল-মায়ানমার ঘুরে পাচারের মুখে উদ্ধার ১৪০ বিরল প্রজাতির তোতা

Follow Us :

বসিরহাট: ভারত-বাংলাদেশ সীমান্তে বিরল প্রজাতির তোতাপাখি উদ্ধার। পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেন সীমান্তের জওয়ানরা। ১৪০টি তোতাপাখি উদ্ধার করা হয়, চোরাবাজারে যার দাম লক্ষাধিক টাকা। তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয় বাজেয়াপ্ত করা পাখিগুলিকে। ওই পাচারকারীকে আটক করেছে পুলিস।

বৃহস্পতিবার ভোরে ভারত-বাংলাদেশ তারালী সীমান্তে নজরদারি চালাচ্ছিল বিএসএফ। একটি নির্জন জায়গায় সাতটি খাঁচাবন্দি তোতাপাখি দেখতে পান তাঁরা। পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করে বিএসএফ। তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। পুলিসের সন্দেহ, নেপাল-মায়ানমার হয়ে বাংলাদেশে থেকে ভারতে ঢোকার আগেই লক্ষাধিক টাকার পাখি উদ্ধার করা সম্ভব হয়েছে। এর সঙ্গে কোনও আন্তর্জাতিক পাখি পাচার চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিস। বসিরহাট বন দফতরের আধিকারিকরা পাখিগুলির শারীরিক পরীক্ষা করার পর সল্টলেকে বনবিতানে নিয়ে যান। সেখানে কিছুদিন রাখার পরে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তোতাগুলিকে।

আরও পড়ুন: Gangasagar Mela: সাগরে পা ভাঙা প্রৌঢ়াকে এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হল হাওড়া হাসপাতালে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments