Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাBCCI AGM 2022: বোর্ড সভাপতি ঘোষণা করা হবে বিনিকে, কিন্তু আইসিসি-তে কে

BCCI AGM 2022: বোর্ড সভাপতি ঘোষণা করা হবে বিনিকে, কিন্তু আইসিসি-তে কে

Follow Us :

মুম্বইয়ের এক পাঁচাতারা হোটেলে শুরু হল বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। এই সভায় সৌরভ গঙ্গোপাধ্যারে জায়গায় বোর্ডের নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিনি-র নাম ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সচিব জয় শাহ সহ বোর্ডের পদাধিকারীরা নির্বাচিত হতে চলেছেন। তবে এই বার্ষিক সাধারণ সভায় সবচেয়ে বেশি দেখার আইসিসি চেয়ারম্যান পদ নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই কি আইসিসি চেয়ারম্যান পদে তাদের প্রতিনিধি পাঠায়, নাকি গ্রেগ বার্কলেকে দ্বিতীয় দফায় সমর্থন করা হয় সেটা দেখার। 

আগামী ২০ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যে আইসিসি শীর্ষপদের জন্য মনোনয়ন পাঠাতে হবে। তাই আজই ঠিক করতে হবে, আইসিসি-র শীর্ষপদে প্রিতিনিধি পাঠানো নিয়ে বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়। আরও পড়ুন-Pat Cummins: টেস্টের পর ওয়ানডে-তেও অধিনায়ক প্যাট কামিন্স

বিভিন্ন মহল থেকে যতই দাবি উঠুক, সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি-র চেয়ারম্যান হিসেবে পাঠানোর বিষয়টা এখনও অনেকটাই অনিশ্চিত। বরং প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনকে আইসিসি-র সর্বোচ্চ পদে দেখার সম্ভাবনা বেশি। লড়াইয়ে আছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও। তবে ৭৮-র শ্রীনির বয়স আর হিমাচলে ভোটের কাজে ব্যস্ত অনুরাগ ঠাকুর- এই বিষয়টা নতুন কোনও নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। মেলবোর্নে ১১-১৩ নভেম্বর আইসিসি বোর্ড মিটিংয়ে ঠিক হবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে কে বসবেন।   

বোর্ডের নতুন কাউন্সিল

সভাপতি: রজার বিনি
সহ সভাপতি: রাজীব শুক্লা
সচিব: জয় শাহ
কোষাধ্যক্ষ: আশিস সেলার
আইপিএল গর্ভনিং কাউন্সিল: অরুণ ধুমাল 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments