Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পাঠালেন বিডিও

মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পাঠালেন বিডিও

Follow Us :

আসানসোল: বিডিও মানে সমাজের সাধারণ মানুষের সুবিধা অসুবিধা মেটানো। সে কাজে অনন্য নজির গড়লেন অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস। পথে পথে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা এক মহিলাকে হাসপাতালে ভর্তি করলেন তিনি।

আরও পড়ুন: স্বস্তি দিয়ে কমল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা

এই যুবতীর ঠিকানা অন্ডালের দক্ষিণখন্ডের মুগডিহা পাড়া। প্রায় দিন অন্ডাল মোড়ে গর্ভবতী অবস্থায় ঘুরে বেড়াতেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ধর্ষিতা হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়াত সে। অন্ডালের বিডিও প্রতিদিনই কাজে আসার সময় তাঁকে দেখে খোঁজ খবর নিতে শুরু করেন। তাঁর কথাতেই অন্ডালের ‘অ‍্যামিস’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই মহিলার বাড়ি ও পরিচয় নিয়ে সন্ধান শুরু করে। জানা যায়, তাঁর মা, বাবা সহ নিজের এক মেয়ে ও এক ছেলে আছে। স্বামী ছেলেকে নিয়ে আলাদা থাকেন। ওই যুবতী মেয়েকে নিয়ে মায়ের কাছে থাকেন।

আরও পড়ুন: বাংলাদেশের সাংসদের সঙ্গে নিশীথের ছবি ফেসবুকে, হাতিয়ার করছে তৃণমূল

সাত বছর আগে ওই যুবতীর বিয়ে হয় অন্ডাল এলাকারই অজয় বাউড়ির সঙ্গে। গতবছর ছট পুজোয় পাশের গ্রাম ময়রা কোলিয়ারি এলাকায় ছট পুজো দেখতে যাওয়ার পর থেকে নিখোঁজ তিনি। থানায় মিসিং ডায়েরি হয়। মাস তিনেক আগে শিয়ালদহ স্টেশন বাজার এলাকায় তাঁর সন্ধান মেলে। ভিডিও কলিং এর মাধ্যমে ছবি দেখানো হয় তাঁর বাবাকে। অন্ডাল থানা ও রেল পুলিশের সহায়তায় শিয়ালদহ গিয়ে তাঁর বাবা-মা অন্ডালে ফিরিয়ে নিয়ে আসেন মেয়েকে।

আরও পড়ুন: নাশকতার ছক ব্যর্থ, সেনার গুলিতে নামল বিস্ফোরক বোঝাই ড্রোন

জানা যায়, ছট পুজোর সময় এই যুবতী গণধর্ষনের স্বীকার হয়। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাঁকে কোনও গাড়ির চালক রাস্তা থেকে তুলে শিয়ালদহ নিয়ে যায়। এরপর খোঁজ পেয়ে শিয়ালদহ থেকে ফিরিয়ে নিয়ে আসা হলেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত সে। অন্ডালের বিডিওর উদ্যোগে ‍অ‍্যামিসের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাঁকে খাঁদরা হাসপাতালে ভর্তি করেছে। ওই যুবতীর সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments