Placeholder canvas

Placeholder canvas
HomeদেশJharkhand CRPF: ঝাড়খণ্ডের মাওবাদী ডেরা নিকেশ, দাবি সিআরপিএফের

Jharkhand CRPF: ঝাড়খণ্ডের মাওবাদী ডেরা নিকেশ, দাবি সিআরপিএফের

Follow Us :

ঝাড়খণ্ড: ঝাড়খণ্ডের মাওবাদী ডেরা নিকেশ, দাবি সিআরপিএফের। বুধবার সিআরপিএপের ডিজি কুলদীপ সিং জানান, সিআরপিএফ ঝাড়খণ্ডের লাতেহার ও গারোয়া জেলার বুড়া পাহাড়ের জঙ্গলের থাকা মাওবাদী ডেরা নিকেশ করেছে। পাশাপাশি তিনি আরও বলেন, বিহারের কোনও কোনও স্থানে মাওবাদীরা থাকলেও তাদের কোনও অস্তিত্ব নেই। 

প্রসঙ্গত, গত ৩০ বছর ধরে বুড়া পাহাড় এলাকা মাওবাদীদের অধীনে ছিল। ডিজি বলেন, সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে সিআরপিএফ জওয়ানদের এমআই ১৭ হেলিকপ্টারে ওই এলাকায় পাঠানো হয়। তিনি দাবি করেন, মাওবাদীদের প্রভাব খর্ব করতে চলতি বছরের এপ্রিল মাস থেকে অপারেশন অক্টোপাস, থান্ডারস্টর্ম এবং বুলবুল নামে তিনটি অভিযান চালানো হয়। 

আরও পড়ুন: NIA-ED Raids of PFI Terror: জঙ্গিদমন অভিযানে কলকাতা সহ দেশজুড়ে তল্লাশি এনআইএ-ইডির, গ্রেফতার শতাধিক

সিআরপিএফের ডিজি সাংবাদিক বৈঠক করে ঝাড়খণ্ড ও বিহারকে মাওবাদী মুক্ত রাজ্য ঘোষণা করার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন। টুইটে তিনি লেখেন, উগ্র এবং চরম বাম মতবাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রক অনমনীয় যে নীতি গ্রহণ করেছে, তা ভবিষ্যতেও বজায় থাকবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments