Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরDocuments Found: জঙ্গলে পড়ে গুরুত্বপূর্ণ নথি! ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের জামুড়িয়ায়

Documents Found: জঙ্গলে পড়ে গুরুত্বপূর্ণ নথি! ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের জামুড়িয়ায়

Follow Us :

আসানসোল: আসানসোলের (Asansol) জামুরিয়া থানার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডে দু’নম্বর জাতীয় সড়কের (National Highway 2) পাশেই নিঘা অঞ্চল। সেখানে পুরনো অ্যারোড্রামের জঙ্গলে বিভিন্ন নথি (Documents) পড়ে থাকতে দেখা গেল। ভোটার কার্ড (Voter Card), ড্রাইভিং লাইসেন্স (Driving License), বিভিন্ন গাড়ির ইনসিওরেন্স (Car Insurance) সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় নিঘা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনা নতুন নয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, এর আগেও ওই জায়গায় পুরনো নথি পড়ে থাকতে দেখা গিয়েছিল। সেই সব নথি ছিল পুরুলিয়া (Purulia) জেলার। কিন্তু সোমবার যেসব নথি পাওয়া গেল তা বর্ধমানের (Burdwan)। ভোটার আই কার্ডে উত্তর বর্ধমানের ঠিকানা পাওয়া যাচ্ছে। এছাড়াও মোটর সাইকেলের বিভিন্ন নথি পড়ে ছিল। এদিনের ঘটনার ১০ দিন আগেও এই অঞ্চলে বিভিন্ন নথিপত্র পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।

আরও পড়ুন: Jhalda Municipality:ঝালদায় রাজ্যের পুর প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ আদালতের 

খবর পেয়ে জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর আইসি থেকে পুলিশ এসে ওই নথিপত্রগুলি সংগ্রহ করে নিয়ে যায়। কোথা থেকে এই নথিপত্র এল, কে বা কারা ফাঁকা জায়গা দেখে ফেলে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ। এতসব গুরুত্বপূর্ণ কাগজপত্র কেনই বা ওই জঙ্গলে, তা নিয়েই উঠছে প্রশ্ন। পুলিশ তদন্ত শুরু করেছে।  

RELATED ARTICLES

Most Popular

Recent Comments