Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিকেশ আইসিস অপারেটিভ, দাবি আমেরিকার

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিকেশ আইসিস অপারেটিভ, দাবি আমেরিকার

Follow Us :

ওয়াশিংটন: শুক্রবার মার্কিন ড্রোন হামলায় নিকেশ হয়েছে কাবুল বিস্ফোরণে দায়ী ইসলামিক স্টেটের জঙ্গিরা। শনিবার এমনটাই দাবি করল মার্কিন সেনা।

মার্কিন সেনার ক্যাপ্টেন বিল আরবান বলেন, আফগানিস্তানের নানঘরহার প্রদেশ আইসিস খোরাসানের গোপন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় আমেরিকা। এবং সেই হামলা সফল হয়েছে বলেও জানান তিনি। এই হামলার ঘটনায় কোন সাধারন আফগান নাগরিকের মৃত্যু হয়নি বলেও দাবি করেছে মার্কিন সেনা।

আরও পড়ুন: আফগানিস্তানকে ঘাঁটি করেই ভারতে ‘খিলাফত’ গড়তে চায় আইসিস, দাবি গোয়েন্দাদের

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ৭৮ জনের মৃত্যু হয়। যার মধ্যে ১৩ জন মার্কিন সেনা।  যদিও সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানবন্দরের  অ্যবে গেটের সামনে ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যা মেটাক ভারত-পাকিস্তান, পরামর্শ তালিবানের

গোটা ঘটনার দায় স্বীকার করেছে আফগানিস্তানের  ইসলামিক স্টেট খোরাসান। যদি এই ঘটনার পর কুখ্যাত জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে প্রত্যাঘাতের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস বক্তৃতায় তিনি বলেন, “এই হামলার মাধ্যমে যারা আমেরিকার ক্ষতি করতে চায় তাদের মনে রাখা উচিত আমরা তাদের ক্ষমা করব না, আমরা কখনোই ভুলবো না, প্রত্যাঘাত করেই আমরা এই হামলার জবাব দেব।”

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আর বেশি বাকি নেই। হাতে মাত্র দু’দিন। তারমধ্যে উদ্ধারকাজ চলছে জোড় কদমে। এমন পরিস্থিতিতে এবার ইসলামিক স্ট্যাটাস সঙ্গে মার্কিন সংঘাত ফের আফগানিস্তানের পরিস্থিতিকে অশান্ত করে তুলতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments