Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরKrishnanagar Arrest: কৃষ্ণনগরে কালীপুজোর বিসর্জনে দমকল কর্মী খুনে গ্রেফতার

Krishnanagar Arrest: কৃষ্ণনগরে কালীপুজোর বিসর্জনে দমকল কর্মী খুনে গ্রেফতার

Follow Us :

কৃষ্ণনগর: কালীপুজোর বিসর্জনের রাতে দমকল কর্মী তুহিনশুভ্র বসু খুন হয়েছিলেন। সেই ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ তদন্ত নেমে খোকন শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। আজ, শুক্রবার তাকে কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হয়েছে।

প্রসঙ্গত, কালীঠাকুর বিসর্জন ঘিরে ঝামেলায় খুন হন ওই দমকল কর্মী। মদ্যপ যুবকদের সঙ্গে গোলমাল হয় স্থানীয় ক্লাবের সদস্যদের। অভিযোগ, মদ্যপ যুবকরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর পায়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গিলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

আরও পড়ুন: No Homicide Case in September: ‘খুনহীন মাস’, স্বস্তির নিঃশ্বাস লালবাজারে

বুধবার রাতের এই ঘটনা কৃষ্ণনগর শহরের নেদেরপাড়ার। তাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে। স্থানীয় সূত্র্রের খবর, নেদেরপাড়ার আলিঙ্গন ক্লাবের সদস্যরা বুধবার রাতে কালীঠাকুর বিসর্জনের জন্য শোভাযাত্রা বের করেন। সেই সময় কৃষ্ণনগর রাজবাড়ির কাছে চৌরাস্তায় এক গলিতে বসে কিছু যুবক মদ্যপান করছিল।

এর ফলে আলিঙ্গন ক্লাব সহ একাধিক ক্লাবের প্রতিমা রাস্তায় দাঁড়িয়ে যায়। আলিঙ্গন ক্লাবের কয়েকজন সদস্য গলিতে গিয়ে মদ্যপানের প্রতিবাদ করেন। দুই পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়। আলিঙ্গন ক্লাবের আরও কয়েকজন সদস্য এগিয়ে আসেন। আচমকাই সেই ক্লাবের সদস্য দমকল কর্মী তুহিনশুভ্র বসুর পায়ে দা দিয়ে কোপ মারে ওই মদ্যপ যুবকরা। তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাস্তায়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। 

আলিঙ্গন ক্লাবের সদস্যদের অভিযোগ ছিল, হামলাকারীরা নুরিপাড়া এবং নাজিরাপাড়ার বাসিন্দা। রাত দুটোয় এই ঘটনা ঘটার পরে থানায় লিখিত অভিযোগ করা হয়। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments