Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAbhishek Banerjee | অভিষেকের সঙ্গে দেখা না হওয়ায় মর্মাহত কুড়মি সমাজের মানুষেরা

Abhishek Banerjee | অভিষেকের সঙ্গে দেখা না হওয়ায় মর্মাহত কুড়মি সমাজের মানুষেরা

Follow Us :

পুরুলিয়া: পুরুলিয়ায় নব জোয়ার কর্মসূচিতে অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু, পুরুলিয়াতে (Purulia) পেয়েও কুড়মি (Kurmi) সমাজের লোকজন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভ উগরে দিলেন। তাঁদের অভিযোগ, পুলিশের (Police) সঙ্গে তাঁদের কথা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুড়মি সমাজের প্রতিনিধিরা দেখা করতে পারবেন বলে। কিন্তু তারপরও দেখা করানো হয়নি। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পুলিশের প্রতি ক্ষোভ উগরে দেন তাঁরা। বুধবার কাশীপুর হাটতলা মোড়ে কুড়মি সমাজের সমর্থকেরা বিক্ষোভ জানানোর জন্য তৈরি ছিলেন। পুলিশের সঙ্গে কথা বলার পরও তাদের সাথে কথা না বলার জন্য কুড়মি সমাজের সমর্থকরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। 

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচি সেরে আনাড়া থেকে পুরুলিয়া যাওয়ার পথে রাজ্য সড়কের ধারে কুড়মি সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে স্লোগান তুলতে থাকে । পুরুলিয়া মফস্বল থানা এলাকার পুরুলিয়া – বরাকর রাজ্য সরকার ডুমুরডি মোড়ে কুড়মি সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে এই স্লোগান তুলতে থাকে।  ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কুড়মি সমাজের পক্ষে লক্ষণচন্দ্র মাহাত বলেন, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় আমাদের তিন জনকে অনুমতি দেওয়া হবে দেখা করার জন্য কিন্তু তা দেওয়া হয়নি। এজন্য আমরা খুব মর্মাহত। 

আরও পড়ুন: Mamata Banerjee | Arvind Kejriwal | মমতা-কেজরির কংগ্রেসহীন জোট শিবহীন যজ্ঞ, ফের কটাক্ষ অধীরের  

এদিন পুরুলিয়াতে নব জোয়ার (Nabojoyar) কর্মসূচিতে প্রচুর ভিড় হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। বাড়ির ছাদ থেকে, পাঁচিলের উপর উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান অনেকে। বিশাল শোভাযাত্রার মতো নবজোয়ার কর্মসূচি এগিয়ে চলে পুরুলিয়ার রাস্তা দিয়ে। তাঁর কাছে যাওয়ার জন্য ঠেলাঠেলি শুরু হয়ে যায়। কড়া নিরাপত্তা বেষ্টনী ঠেলে অভিষেকের কাছে যেতে পারেননি অবশ্য সমর্থকরা। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments