Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যMamata Covid-19: নবান্ন-লালবাজার থেকে স্বাস্থ্যভবন, প্রশাসনের শীর্ষ স্তরে করোনার সংক্রমণ, ওয়ার্ক ফ্রম...

Mamata Covid-19: নবান্ন-লালবাজার থেকে স্বাস্থ্যভবন, প্রশাসনের শীর্ষ স্তরে করোনার সংক্রমণ, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ মুখ্যমন্ত্রীর

Follow Us :

কলকাতা: নবান্ন (Nabanna) থেকে লালবাজার (Lalbazar Police Headquarter), পুরসভা থেকে স্বাস্থ্যভবন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Covid surge in Kolkata) প্রশাসনের একেবারে শীর্ষস্তরে কোভিড (Covid-19) ঢুকে পড়েছে।রাজ্য প্রশাসন কোভিড (Covid-19 Third Wave) সংক্রমণে জেরবার । কোভিডে আক্রান্ত হয়েছেন কলকাতার পুলিস কমিশনার বিনিত গোয়েল। সংক্রমণের (Covid Rule) শিকার যুগ্ম পুলিস কমিশনার (ক্রাইম) মুরলিধর শর্মা। এ ছাড়াও কলকাতা (Kolkata Covid updates) পুলিসের বহু অফিসারের নাম এই তালিকায় আছে। ভবানীপুর থানার বহু কর্মী কোভিডে আক্রান্ত। আক্রান্ত হয়েছেন রাজ্যের ২ স্বাস্থ্য অধিকর্তা  অজয় চক্রবর্তী এবং দেবাশিস ভট্টাচার্য। এমন কী মুখ্যমন্ত্রীর দুই গাড়িচালকও কোভিডে আক্রান্ত। এই অবস্থায় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যত বেশি সম্ভব বাড়ি থেকে কাজ করতে পরামর্শ দিয়েছেন। 

গত সাত-আট দিনে রাজ্যের কোভিড (Covid-19 in Kolkata) আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। বুধবার কলকাতায় কোভিড সংক্রমণের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন রাজ্যে তৃতীয় ঢেউ এসে গিয়েছে। এরপরও স্বাস্থ্য সচেতনতা নিয়ে সাধারণ মানুষের উদাসীনতা চোখে পড়ার মত।

মুখ্যমন্ত্রীর পরামর্শ, মাস্ক মাস্ট। মাথায় টুপি। আর হাতে গ্লাভস। আর জরুরি সংক্রমিত হলে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা। শুধু তাই নয় পরিবারের বাকি সদস্যদেরও হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য, মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু স্বপন বন্দ্যোপাধ্যায়ের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি বাড়ি থেকে বেরিয়ে মেলামেশা করেছেন। এই ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, ‘ভাইরাসকে মোকাবিলার কাজ একেবারে ঘর থেকে কাজ শুরু করতে হবে। একজন নাগরিকের এটাই কর্তব্য।’

আরও পড়ুন Mamata Banerjee on Covid Rule: মন্ত্রীদের নিজ নিজ এলাকায় মানুষের পাশে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

সংক্রমণ যে হারে বাড়ছে তাতে আগামী দু’সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতাল গুলোতেও মারাত্মক ভাবে কোভিড ছড়িয়েছে। বিএনআরএস হাসপাতালে ১৯৮ জন, আরজি করে ১২৯, চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে ১০৩ জন, স্বাস্থ্যভবনে ৬৬ জন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন Mamata Banerjee: মাস্ক না পরলে পুলিসকে কঠোর হওয়ার নির্দেশ মমতার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments