Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMenaka Gambhir: মাঝরাতে ইডি দফতরে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর, নোটিসে সময়ের ভুল!

Menaka Gambhir: মাঝরাতে ইডি দফতরে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর, নোটিসে সময়ের ভুল!

Follow Us :

কলকাতা: রবিবার মধ্যরাতে ইডি (ED) দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menaka Gambhir)। রাত প্রায় ১২টা ২০ মিনিট নাগাদ নিজের আইনজীবীকে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ( CGO Complex) ইডির দফতরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। সেই সময় সিজিও কমপ্লেক্সের মূল গেট বন্ধ ছিল। সিআরপিএফের সঙ্গে কথা বলে তিনি ভিতরে যান। ইডির দফতরে গিয়ে ১০ মিনিট কথা বলে বেরিয়ে যান।

সূত্রের খবর, ইডি মেনকাকে যে নোটিস দিয়েছিল, তাতে ভুলবশত ১২টা ৩০ মিনিট এএম অর্থাৎ মধ্যরাত বলেই উল্লেখ ছিল। ওটা আসলে দুপুর অর্থাৎ ১২টা ৩০ মিনিট পিএম হওয়ার কথা। ইডির এই ভুলকে চোখে আঙুল দিয়ে দেখাতেই সম্ভবত মেনকা রাতদুপুরে সিজিও কমপ্লেক্সে হাজির হন। যথারীতি এই ভুলের জন্য অস্বস্তিতে পড়েছেন আধিকারিকরা। মেনকার সঙ্গে ওনার আইনজীবী সৌমেন মহান্তি ছিলেন। এখন দেখার ইডি নতুন করে কোনও নোটিস দেয় কিনা।

আরও পড়ুন: Heavy Raining: সকাল থেকে একটানা বৃষ্টিতে সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যাহত জনজীবন

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) অভিষেকের শ্যালিকাকে ব্যাঙ্কক যাত্রায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে বিমানে উঠতে দেওয়াই হয়নি। পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময় অভিষেকের শ্যালিকাকে বাধা দেয় অভিবাসন দফতর। মেনকাকে কয়েক ঘণ্টা অভিবাসন দফতরে বসিয়ে রাখা হয়। অভিবাসন দফতরের তরফে যুক্তি ছিল, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। তাই তিনি বিদেশ সফর করতে পারবেন না। শহরও ছাড়তে পারবেন না। এর পর তাঁকে ইডি তলবি নোটিস পাঠায়।

RELATED ARTICLES

Most Popular