Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ফের তৎপর এনআইএ
Bhupatinagar

ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ফের তৎপর এনআইএ

এনআইএ স্ক্যানারে শাসকদলের তিন নেতা

Follow Us :

তমলুক: এনআইএ (NIA) স্ক্যানারে শাসকদলের আরও তিনজন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, নব কুমার পন্ডা ও সুবীর মাইতিকে আজ সোমবার নিউটাউন এনআইএ দফতরে হাজিরার নোটিশ।

ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে আবারও তৎপর হলো এনআইএ। শনিবার ও রবিবার ওই এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেশ কয়েকটি গ্রামে তল্লাশি চালায়। প্রায় ৫০ জন কেন্দ্রীয় জওয়ানের উপস্থিতিতে চলে এই তল্লাশি। শাসকদলেরই তিন নেতার বাড়িতে তল্লাশি চালানোর পর সোমবার নিউটাউন এনআইএ দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। তাদের তৃতীয়বার নোটিশ দেওয়া হলো এন আই এর পক্ষ থেকে। ২০২২ সালের ডিসেম্বর মাসে নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিন তৃণমূল নেতাকে আজ ফের তলব বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বাঁকুড়ায় সিপিএম থেকে বিজেপিতে যোগ

এদিকে ভূপতিনগরে মনব্রত জানার বাড়িতে এনআইএর হামলা নিয়ে তার স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ভূপতি নগর থানার পুলিশ। নাড়ুয়া বিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায়, তদন্ত নেমে শনিবার রাতে এন আই এ গ্রেফতার করে বর্তমান নাড়ুয়াবিলা গ্রামের বুথ সভাপতি মনব্রত জানা ও অর্জুনগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতিকে। রবিবার মনব্রত জানার স্ত্রী এনআই র বিরুদ্ধে বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানি , ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ দায়ের করেন ভূপতিনগর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে আজ ভূপতি নগর থানার পুলিশ তদন্তে আসে মনব্রত জানার বাড়িতে। তার স্ত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি, প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে ভূপতি নগর থানার পুলিশ।

পাশাপাশি ভূপতি নগর থানার পুলিশ এদিন এন আই এ’র উপর হামলা ও তাদের গাড়িতে ভাঙচুর তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে এলাকার মানুষজনদের।

আরও খবর দেখুন 

 

RELATED ARTICLES

Most Popular