Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমোদির হাতে গোপন রিমোট, জবাব রাহুলের

মোদির হাতে গোপন রিমোট, জবাব রাহুলের

প্রধানমন্ত্রীর তিরের জবাব

Follow Us :

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) গোপন বোঝাপড়ার নায়ক হিসেবে ব্যাখ্যা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে (Chattishgarh) রিমোট কন্ট্রোলের মাধ্যমে মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার (Mukhyamantri Gramin Awas Nyay Yojana) উদ্বোধন করেন রাহুল (Rahul Gandhi)। হাতের রিমোটটি দেখিয়ে কংগ্রেস এমপি (Rahul Gandhi) বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেও এরকম একটি যন্ত্র আছে। কিন্তু, উনি সেটা গোপনে ব্যবহার করেন। আমরা রিমোটের বোতাম টিপি প্রকাশ্যে।

তাঁর অভিযোগ, বিজেপি গোপনে রিমোট কন্ট্রোল টিপলেই মুম্বই বিমানবন্দর আদানিজির হাতে চলে যায়। সরকারি প্রতিষ্ঠান হয়ে যায় বেসরকারি। তিনি আরও বলেন, এসব নিয়ে আমি যখন প্রশ্ন তুলি, লোকসভায় আদানি নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা জানতে চাই, জবাব মেলে আমার লোকসভার সদস্যপদ খারিজ করে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় দুই রাজ্যেই নির্বাচন আসন্ন। পুরোদস্তুর প্রচার শুরু হয়ে গিয়েছে সেখানে। নির্বাচন কমিশন নির্ঘণ্ট ঘোষণা না করলেও রাহুল আশাবাদী যে, আসন্ন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে জিতবে কংগ্রেস। সম্ভবত তেলঙ্গানাও কংগ্রেসের দখলে আসবে। তবে কংগ্রেস শাসিত রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে অনুমান রাহুলের।

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বললেন?

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালে (Bhopal) জনসঙ্ঘের (Jana Sangh) সহ প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের (Deendayal Upadhyaya) জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ভোট প্রচারের সুরে বললেন, ভারত যা করে, তার কোনও কিছুই পছন্দ নয় কংগ্রেসের (Congress)। দেশকে পরিবর্তন করতে বা দেশের পরিবর্তন চায় না কংগ্রেস। সমস্ত উন্নয়নমূলক কাজে নিন্দা করে তারা। দেশের উন্নতি করার ক্ষমতা এমনকী উন্নতি চোখে দেখারও হিম্মত নেই। আপনারা দেখুন, দেশের যে কোনও উন্নতি ব্যাপারে ওরা বিরোধিতা করে। ওরা যদি ফের আবার ক্ষমতায় আসে তাহলে রাজ্য কিংবা দেশ নতুন করে রুগণ হয়ে পড়বে বলে মোদির অভিযোগ। বিজেপিশাসিত মধ্যপ্রদেশে সোমবার সকালে এক বিশাল রোড শোয়ের পর জাম্বুরি ময়দানে দলীয় কর্মীদের মহাকুম্ভ সমাবেশে বিধানসভা ভোটের প্রচারে সেই কংগ্রেসকেই আক্রমণ শানান।

মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদি আরও বলেন, কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল, ততদিন এই রাজ্যকে রুগণ করে ছেড়েছে। ভোটারদের তিনি উন্নয়ন অথবা পিছিয়ে পড়া বেছে নিতে বলেছেন। কংগ্রেসকে তিনি জং ধরা লোহা বলে বর্ণনা করেন। দুর্নীতির আখড়া বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নাম না করে রাহুল গান্ধী-সোনিয়া-প্রিয়াঙ্কাকে আক্রমণ করে মোদি বলেন, কংগ্রেসর নেতারা রুপোর চামচ মুখে নিয়ে জন্মেছেন। গরিব মানুষের জীবন তাঁদের কাছে রোমাঞ্চ-পর্যটন এবং পিকনিকের মতো। কৃষিজমি তাঁদের কাছে ছবি তোলার জায়গা। নিজের ঢাক নিজেই পিটিয়ে তাঁর দাবি, কংগ্রেস এবং তার সহযোগীরা মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করেছে বাধ্য হয়ে। এই বিল পাশ করা সম্ভব হয়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বলে।

দেখুন আরও খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | দিল্লিতে মোদি থাকবে না: অলোকেশ দাস
09:46
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | মাটির গর্ত থেকেই পানীয় জল সংগ্রহ গ্রামবাসীদের
02:14
Video thumbnail
Good Morning Kolkata | দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:41
Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:59
Video thumbnail
আজকে (Aajke) | অমিত শাহের ভোট প্রচার মানে মিথ্যের ফুলঝুরি
10:46
Video thumbnail
Fourth Pillar | মোদিজির পায়ের তলায় ধস নামছে, উন্নয়ন নয়, এবার হিন্দু-মুসলমান খেলায় নেমে পড়েছেন
15:25
Video thumbnail
বাংলা বলছে | চাকরি বাতিল, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও SSC
53:28
Video thumbnail
Politics | পলিটিক্স (24 April, 2024)
15:13
Video thumbnail
Abhishek Banerjee | বিজেপি দলটাকে উঠিয়ে দেব: অভিষেক
10:43
Video thumbnail
নারদ নারদ | তৃণমূলপ্রার্থীর প্রচারে গিয়ে বিরোধী সুকান্তর প্রশংসা! দেবের মন্তব্যে শোরগোল রাজনীতিতে
15:36