Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাবিরাট, রোহিতদের হেডকোচ রাহুল দ্রাবিড়, টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই নতুন কোচের নাম...

বিরাট, রোহিতদের হেডকোচ রাহুল দ্রাবিড়, টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই নতুন কোচের নাম ঘোষণা

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: নিশ্চিত আগেই হয়ে গিয়েছিলেন| অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার| বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়| বুধবার ক্রিকেট উপদেষ্টা কমিটির বৈঠকের পরই ঘোষণা বোর্ডের|

টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রী| এই দায়িত্ব যে তিনি আর নিতে চাননা তা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন| ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই ভারতীয় দলের নতুন হেডকোচ বাছার কাজ শুরু করে দিয়েছিলেন বোর্ড কর্তারা|

আইপিএলের ফাইনালের দিনই কার্যত রাহুল দ্রাবিড়কে বিরাট কোহলিদের হেডস্যার হিসাবে পাকা করে ফেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ| সেদিন রাতেই দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘ বৈঠক সারেন দুই বোর্ড কর্তা| শোনা গিয়েছিল দ্রাবিড় নাকি তাদের প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছে| যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সকলেই|

যদিও কোচ হওয়ার দৌড়ে ছিলেন সেওয়াগ, লক্ষ্মণরাও| তবে দ্রাবিড়ই ছিলেন এগিয়ে| এর কয়েকদিনের মধ্যেই নতুন কোচের আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বোর্ডের তরফে| সেখানেই একেবারে শেষদিনে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেন রাহুল দ্রাবিড়|

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তানের ম্যাচের দিনই ভারতীয় দলের নতুন কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করে দিল বোর্ড| আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই বিরাটদের দায়িত্বে দ্রাবিড়|

দলের দায়িত্ব নেওয়ার পর বোর্ডের সাইটে দ্রাবিড় জানান, ‘এই দায়িত্ব পাওয়াটা সম্মানের| ভারতীয় দলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি| রবি শাস্ত্রীর তত্ত্বাবধানেও দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল| সাফল্যের ধারা এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য| অনুর্ধ্ব-১৯ ও ভারতীয়-এ দলের কোচিংয়ের সুবাদে বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে| আগামী দুবছরে বেশকিছু বড় প্রতিযোগিতা রয়েছে, সাফল্যের লক্ষ্যে রয়েছি’|

ভারতীয় দলের দায়িত্ব এবার দ্য ওয়ালের হাতে| নতুন হ্ডেস্যারের তত্ত্বাবধানে ভারতীয় দল কতটা সাফল্য পায় সেদিকেই তাকিয়ে সকলে|

RELATED ARTICLES

Most Popular

Recent Comments