Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsঅপসারিত চিরাগ

অপসারিত চিরাগ

Follow Us :

লোক জনশক্তি পার্টির (এলজেপি) জাতীয় সভাপতি পদ থেকে অপসারিত চিরাগ পাসোয়ান। নতুন সভাপতি হলেন পশুপতি পারস, যিনি সম্পর্কে চিরাগের কাকা। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এমনকি দলের প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ানের মৃত্যর পর পুত্র চিরাগ পাসোয়ান যে দায়িত্বগুলি পেয়েছিলেন, সেই সব কিছু থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

সোমবার এক বৈঠকে বলা হয়, লোক জনশক্তি পার্টির কার্যকরী সভাপতি হিসাবে যত দিন না কোনো নতুন কেউ আসছেন, ততদিন দলের কার্যকরী সভাপতি পদে থাকবেন সুরজভান। তাঁদের এই সিদ্ধান্তে চিরাগ কোনো বিরোধিতা করেননি। কিন্তু পরে বৈঠকের মাধ্যমে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে দলের সভাপতি পদের জন্য পশুপতি পারসকে মনোনীত করা হয়। চলতি সপ্তাহের মধ্যেই দলের সভাপতির দায়িত্ব ভার নিজের কাঁধে তুলে নেবেন পারস। কিন্তু এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করেন চিরাগ সমর্থকরা। তাঁরা এই বৈঠককে অবৈধ বলে উল্লেখ করেছেন। এই বিষয়ে চিরাগ পাসোয়ান ট্যুইট করে জানিয়েছেন, তাঁর বাবা রামবিলাস পাসোয়ানের তৈরি লোক জনশক্তি পার্টি দলটিকে ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁদের পরিবারের সঙ্গে এই ভাবে প্রতারণা করা ঠিক হচ্ছে না। তবে যাঁরা তাঁর ও তাঁর পরিবারের পক্ষে আছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন  দলীয় বিক্ষোভের মুখে চিরাগ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =

Most Popular

Recent Comments