Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsPunjab Congress : অমরিন্দর সিংহের কংগ্রেস সদস্য পদে ইস্তফা পত্র গ্রহণ সোনিয়া...

Punjab Congress : অমরিন্দর সিংহের কংগ্রেস সদস্য পদে ইস্তফা পত্র গ্রহণ সোনিয়া গান্ধীর

Follow Us :

নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অমরিন্দর সিংহের ইস্তফা পত্র গ্রহণ করলেন৷ বুধবার অমরিন্দরের কংগ্রেস সদস্য পদ থেকে ইস্তফাপত্র গ্রহণ করেছেন সোনিয়া৷ এআইসিসি-র সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বুধবার এমনটাই জানিয়েছেন৷

কয়েক সপ্তাহ আগে অমরিন্দর সিংহকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ যাকে ‘মধ্যরাত্রির যড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন অমরিন্দর৷ তিনি বলেন, ‘ পার্টি প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী মধ্য রাত্রি যড়য়ন্ত্র করে আমাকে সরিয়ে দিয়েছে৷’

৭৯ বছর বয়সী বরিষ্ঠ নেতা নতুন দল ঘোষণা করার সঙ্গে সঙ্গে কংগ্রেস থেকে পদত্যাগের কথা জানিয়েছিলেন৷ নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশনের পরেই আনুষ্ঠানিক ভাবে আগামী দিনে পঞ্জাব লোক কংগ্রেস পথ চলা শুরু করবে বলে অমরিন্দর সিংহ জানিয়েছেন৷

এ দিকে বুধবার জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল টুইট করে জানিয়েছেন, ‘সভাপতি সোনিয়া গান্ধী আমরিন্দর সিংহের পদত্যাগ গ্রহণ করেছেন৷’

আরও পড়ুন- কোটি টাকা লুঠে কয়েক টাকার স্বস্তি, পেট্রোল-ডিজেলে ‘সামান্য’ শুক্ল কমানোয় প্রধানমন্ত্রীকে আক্রমণ তৃণমূলের

সূত্রের খবর, অমরিন্দর সিংহ সোনিয়াকে দেওয়া সাত পাতার পদত্যাগ পত্রে নিজের অভিমান ও সমস্যার কথা জানিয়েছেন৷ সেই সাতা পাতার চিঠিও তিনি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন৷ তাতে, পঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি নভজ্যোত সিং সিধুকে কটাক্ষ করে লিখেছেন, ‘পাকিস্তানের প্রতি গভীর অনুরাগী’৷ রাজ্যের প্রাক্তন কংগ্রেস কমিটির ইনচার্জ হরিশ রাওয়াতকে “সন্দেহজনক ব্যক্তি” হিসাবে বর্ণনা করেছেন৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments