Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKalighater Kaku | নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির দফতরে কালীঘাটের কাকু

Kalighater Kaku | নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির দফতরে কালীঘাটের কাকু

Follow Us :

কলকাতা: রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি মঙ্গলবার সকালে তলব করেছিল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)( Enforcement Directorate) ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এই প্রথম বার ইডি দফতরে গেলেন ‘কালীঘাটের কাকু’। ইডির দফতরে ঢোকার সময় সংবাদিকরা তাঁকে প্রশ্ন করে জিজ্ঞাসাবাদের জন্য কি ভয় পাচ্ছেন? উত্তরে সুজয়কৃষ্ণ বলেন, আত্মবিশ্বাসী কি না বেরোনোর সময় দেখবেন।

ইডি সূত্রের খবর, আজ মঙ্গলবার অর্থাৎ ৩০ মে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি এই একই মামলায় জ্ঞানানন্দ সামন্ত ও সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকেও তলব করেছে ইডি। সম্পত্তি তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তের বিবিরবহাটের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam Case) গোয়েন্দাদের আতশকাচের তলায় রয়েছেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র (SujayKrishna Bhadra) । প্রসঙ্গত, গত ২১ মে সুজয়কৃষ্ণের বাড়ি-অফিসে ম্যারাথন তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাল্লাশিতে উদ্ধার হয়েছে ১১টি মোবাইল ফোন, একাধিক পেন ড্রাইভ সহ বেশ কয়েকটি হার্ডডিস্ক। প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে অবশেষে ইডি কিছু নথি বাজেয়াপ্ত করে সুজয় ভদ্রের বাড়ির থেকে বেরিয়ে যায়।  

আরও পড়ুন: The Diary of West Bengal | Sanoj Mishra | আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরা দিচ্ছেন না ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর পরিচালক 

সূত্রের খবর, তল্লাশিতে তিনটি সংস্থার হদিশ মিলেছে। কালীঘাটের কাকুর যোগ রয়েছে ওই সংস্থা গুলির সঙ্গে। তদন্তকারী সংস্থার ধারনা ওই সংস্থার মাধ্যমে রোটি কোটি টাকার নেলদেন করা হত। কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলত কি? সেই প্রশ্ন এখন ঘুরছে। তল্লাশিতে অন্তত ২০ জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। তা ছাড়া ১৬ জায়গায় তল্লাশি চালিয়ে দেড় হাজার পাতার নথিও উদ্ধার হয়েছে।ওই তল্লাশিতে মিলেছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। সূত্রের খবর, এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল এবং টাকার উৎস সম্পর্কে এদিন সুজয়কৃষ্ণের কাছে জানতে চাইবে ইডি।

রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই গ্রেফতার করে তাপস মণ্ডলকে। তাপসের মুখেই প্রথম ‘কালীঘাটের কাকু’র কথা শোনা যায়। নিয়োগে দুর্নীতি সংক্রান্ত তদন্তে নাম এসেছে গোপাল দলপতির। তাঁর মুখেও ‘কাকু’র নাম শোনা গিয়েছিল। ইডি সূত্রে খবর, পরে গোপাল আর তাপসকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কুন্তলের ওই কালীঘাটের কাকু রাজ্যের এক প্রভাবশালী শীর্ষ নেতার সংস্থার চিফ এগ্‌জ়িকিউটিভ অফিসার। এর পরেই ইডির ব়্যাডারে চলে আসে কালীঘাটের কাকু। সিবিআই সুজয়কে দু’বার তলব করে। প্রথম বার সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি। কিন্তু পরের বার নিজের আইনজীবীকে দিয়ে নথিপত্র পাঠিয়েছিলেন। 

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments