Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকMonkeypox: লাফিয়ে বাড়ছে আক্রান্ত, মাঙ্কিপক্স সংক্রমণকে 'জনস্বাস্থ্য জরুরি' অবস্থা ঘোষণা বাইডেনের

Monkeypox: লাফিয়ে বাড়ছে আক্রান্ত, মাঙ্কিপক্স সংক্রমণকে ‘জনস্বাস্থ্য জরুরি’ অবস্থা ঘোষণা বাইডেনের

Follow Us :

ওয়াশিংটন ডিসি: ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কিপক্স। বিশ্বের বেশ কয়েকটি দেশে সংক্রমণ এখন লাগামছাড়া। মাঙ্কিপক্সকে আগেই ‘বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এবার  মাঙ্কিপক্স সংক্রমণকে ‘জনস্বাস্থ্য জরুরি’ অবস্থা বলে ঘোষণা করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এই ঘোষণা করেন। বুধবারের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার পেরিয়ে গিয়েছে।

সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং নিউ ইয়র্কের জরুরি অবস্থা ঘোষণা করেছেন বাইডেন। মাঙ্কিপক্সের মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সমস্ত স্তরে যোগাযোগ বাড়ানোর জন্য দুই উচ্চপদস্থ ফেডারেল আধিকারিককে নিয়োগও করেছেন। শুধু তাই নয়, মার্কিন সরকার জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত দেশজুড়ে ১ লক্ষ ৫৬ হাজার মাঙ্কিপক্স ভ্যাকসিনের ডোজ বিতরণ করেছে। ভ্যাকসিন নির্মাতা Bavarian Nordic-এর কাছে ২.৫ মিলিয়ন ডোজ চেয়েছে বাইডেন সরকার।

মাঙ্কিপক্সের লক্ষণগুলি সাধারণত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা লাগা এবং ক্লান্তি থেকে শুরু হয়। এই রোগে আক্রান্ত হলে সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয় এবং সংক্রমণের পাঁচ থেকে ২১ দিনের মধ্যে যে কোনও জায়গায় উপসর্গ দেখা দিতে পারে। একবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে জ্বর হলে, প্রথমে বসন্ত রোগের মতোই একটি দুটি করে গুটি দেখা যায় শরীরে। এক থেকে তিন দিন পর তা সারা শরীরে ছড়িয়ে পড়ে৷ বেশিরভাগ ক্ষেত্রেই মুখ থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে৷ 
RELATED ARTICLES

Most Popular