Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWeather Today: হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, রাজ্যে গুটিগুটি পায়ে ঢুকছে শীত

Weather Today: হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, রাজ্যে গুটিগুটি পায়ে ঢুকছে শীত

Follow Us :

কলকাতা: হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। শহরসহ রাজ্যের সর্বত্র শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামল গতকালের থেকে বেশ খানিকটা। আজ, শুক্রবার ২০.৭। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সকালের দিকে হালকা কুয়াশা। বেলা বাড়তে মূলত পরিষ্কার হয়েছে আকাশ। ইতিমধ্যেই শহরে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ মিলবে শহরে, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে আসায় ও শুষ্ক উত্তুরে বাতাস ঢোকায় কলকাতায় বায়ু দূষণের মাত্রাও বেড়েছে। এদিন সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্তর ছিল ২৭৭। যা বেশ ক্ষতিকর মাত্রা। বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: Bratya Basu: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য ডিজিটাল লকার চালু

এদিনের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বৃষ্টির সম্ভাবনা নেই। ঠিক তেমনই রাতে একধাক্কায় প্রায় ১০ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। এই কারণেই রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে।

এখনই জেলায় জেলায় শীতবস্ত্র নেমে পড়েছে। ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে খেতখামার। শহরে ততটা না হলেও ইতস্তত ফাঁকা জায়গা, যেমন বিমানবন্দর ও ময়দান এলাকায় কুয়াশা পড়ছে। প্রাতঃভ্রমণকারীরাও শীতবস্ত্র চাপিয়ে হাঁটতে বেরচ্ছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments