ফের এক ইতিহাসের সামনে শ্রীলঙ্কা
বসল সংসদের অধিবেশন, বুধবার ৪৪ বছর পর ভোট দিয়ে প্রেসিডেন্ট বাছবেন শ্রীলঙ্কার সাংসদরা
কলম্বো: ফের এক ইতিহাসের সামনে শ্রীলঙ্কা। ৪৪ বছর পর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চলেছেন সে দেশের সাংসদরা। ২০ জুলাই ২২৫ জন সাংসদ গোপন ব্যালটে ভোট দেবেন গোতাবায়া রাজাপক্ষের উত্তরসূরিকে খুঁজতে। যিনি গোতাবায়ার বাকি থাকা সময়কাল (অর্থাৎ ২০২৪ সাল) পর্যন্ত দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
আজ, শনিবার বসল সংসদের বিশেষ অধিবেশন। এদিন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, সাংসদরা গোপন ব্যালটে ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। যার মেয়াদ থাকবে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত। কারণ ওই সময় পর্যন্ত মেয়াদ ছিল গোতাবায়া রাজাপক্ষের। ২০২৪ সালের নভেম্বরের পর যিনি প্রেসিডেন্ট হবেন, সেই নির্বাচন হবে পুরনো পদ্ধতিতেই।
স্পিকার জানিয়েছেন, সাংসদেরা আগামী বুধবার গোপন ব্যালটে ভোট দেবেন। বর্তমান পরিস্থিতিতে পুরো মেয়াদের প্রেসিডেন্ট বাছা সম্ভব নয় বলেই মন্তব্য করেন তিনি। আর্থিক অনটনে আটকে পড়া শ্রীলঙ্কা এই মুহূর্তে ফুঁসছে গণআন্দোলনে। জনগণের চাপে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। রাজাপক্ষের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাজিথ প্রেমাদাসা। ১৯৭৮-এ দেশের প্রধানমন্ত্রী রণসিঙ্ঘে প্রেমাদাসার পুত্র সাজিথের পক্ষেই পাল্লা ভারী । এছাড়াও এছাড়াও প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মার্ক্সবাদী জেভিপি নেত্রী অনুরা কুমারা দেশনায়কে এবং শাসকদল এসএলপিপি থেকে বেরিয়ে আসা দুলাস আলহাপেরুমা।
যদিও লড়াইটা খুব একটা সহজ নয়। এসজেবির সাজিথের সমর্থনে সংসদে রয়েছেন ৫৩ জন প্রতিনিধি। বাকি সমর্থন জোগাড় করতে পারলে তিনি প্রেসিডেন্টের মসনদে বসবেন।
Tags : Sri Lanka Crisis