হাসনাবাদ: অটো রুটের উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের শ্রমিক নেতা। তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত বৃহস্পতিবার একটি অটো রুটের উদ্বোধন করতে হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের হাবাসপুর পালপাড়ায় যান। সেখানে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন। উত্তেজিত জনতা তাঁর গাড়ি ভাঙচুর করে এবং তাঁকে ধাক্কা মারে বলেও অভিযোগ। তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি আক্রান্ত হওয়ায় গোষ্ঠী কোন্দলই ফের প্রকাশ্যে এল।
ওই গ্রামের বাসিন্দা, যাঁরা অটোচালক এবং যাঁরা দীর্ঘদিন ধরে রুট চালুর দাবি জানালেও সেই রুট এখনও পর্যন্ত চালু না-হওয়ায় ক্ষোভে ফুটছিলেন তাঁরা। এদিন তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত হাবাসপুর পালপাড়া যাওয়া মাত্রই তাঁর গাড়ির উপরে চড়াও হন গ্রামের ওই অটো চালকরা। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। এমনকী তাঁকে ধাক্কাধাক্কি করা হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। তাঁর মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এরকম দিনদুপুরে হঠাৎ করে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি আক্রান্ত হওয়ায় গোষ্ঠী কোন্দলই প্রকাশ্যে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল।