বাঁকুড়া: নববর্ষের প্রথম দিনই তরুণী খুন। ঘটনাটি ঘটে শনিবার সকালে বাঁকুড়ার কোতুলপুর থানার পুনিয়াজোল গ্রামে। নলকূপ থেকে জল নেওয়াকে কেন্দ্র করে বচসার কারণে খুন হন ওই তরুণী। পুলিস জানায়, মৃতার নাম লক্ষ্মী পাল। অভিযুক্ত যুবক পলাতক।
পুলিস সূত্রের খবর, এদিন সকালে গ্রামের নলকূপে জল নেওয়া নিয়ে স্থানীয় যুবক কুশ বাগের সঙ্গে বচসা হয় ওই যুবতীর। বচসার মধ্যেই ওই যুবক বাড়ি থেকে শাবল এনে লক্ষ্মীর ঘাড়ে ও মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। কোতুলপুর গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।পুলিস জানায়, ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত যুবক। কোতুলপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেছে মৃতার পরিবার।