এই উইকেন্ডে ঠিকানা হোক পানবু  

রোজকার ব্যস্ততায় প্রাণ ওষ্ঠাগত সকলের। তাই অনেকেই দিন গোনেন উইকেন্ডের। যদি কোথাও শান্তিতে অক্সিজেন নেওয়া যায় সেই সময়।

Arrow

তাই উইকেন্ডে চলে যান কালিম্পংয়ের অফবিট স্থান পানবু দারা ভিউপয়েন্টে। দুদিন নিরিবিলিতে কাটিয়ে আবার ফিরুন কংক্রিটের দুনিয়ায়।

শিলিগুড়ির থেকে মাত্র ৫০ কিমি দূরে কালিম্পংয়ের একটি ছোট গ্রাম ইয়াংমাকুম। আর এই গ্রামেই রয়েছে পানবু দারা ভিউপয়েন্ট।

নিরিবিলিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই ভিউপয়েন্ট থেকে ঘুরে আসতেই পারেন।

প্রথমে ট্রেনে করে শিলিগুড়ি না এনজেপি। তারপর সেখান থেকে গাড়ি করে সোজা পানবু ভিউপয়েন্ট।

হাতে গোনা কয়েকটি হোমস্টে পেয়ে যাবেন। তবে আগে থেকে বুক করে যাওয়াই ভালো।

পানবু ভিউপয়েন্ট যাওয়ার আদর্শ সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এই সময় কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ লাগবে।

পানবু ভিউপয়েন্ট থেকে পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। এছাড়াও ডুয়ার্স, শিলিগুড়ি ও তিস্তা নদীও দেখা যাবে।

পানবু থেকে কিছুটা দূরেই রয়েছে চারখোল, লামাদারা। হাতে যদি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন।