গরম পড়তে শুরু করেছে, ‘আইস ফেসিয়াল’ করানোর কথা ভেবেছেন?
বাড়ছে তাপমাত্রার পারদ, কপালে-মুখে জমতে শুরু করেছে ঘামও
আইস ফেসিয়ালের করলে মুখ এবং গলার ত্বক পরিষ্কার থাকে
আপনি চাইলে রোদে পুড়ে যাওয়া হাতে-পিঠে-পায়ে বরফ ঘষে পরিষ্কার করতে পারেন
চোখের তলার ফোলাভাব কমবে বরফ ঘষলে
গরমে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই, তাঁরা অবশ্যই আইস ফেসিয়াল করান